রাশিদুল ইসলাম : [২] পাকিস্তান ও চীন অপরাগতা জানালেও দিল্লিতে আফগানিস্তান পরিস্থিতি নিয়ে সম্মেলনে যোগ দিচ্ছে ইরান, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাখস্তান ও কিরঘিজস্তান। ইন্ডিয়ান এক্সপ্রেস
[৩] পাকিস্তান ও চীনের মত আফগানিস্তানের দুই প্রতিবেশি দেশ দিল্লি সম্মেলেন যোগ না দিলেও বাকি দেশগুলোর যোগদানকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে নয়াদিল্লি।
[৪] এসব দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা বৈঠকে যোগ দিচ্ছেন। এতে সভাপতিত্ব করবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
[৫] চীনের পক্ষ থেকে বলা হয়েছে দেশটি ইতিমধ্যে আফগানিস্তানের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ শুরু হয়েছে।
[৬] পাকিস্তান বলছে আফগানিস্তানে ভারত ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত।
[৭] দিল্লি বৈঠকের মূল্য লক্ষ্য হচ্ছে আফগানিস্তানে সন্ত্রাস রোধ ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা।