স্পোর্টস ডেস্ক: [২] টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই অজুহাত দিতে শুরু করেছে টিম ইন্ডিয়া। বিশেষত বোলিং কোচ ভরত অরুণ মূলত টসে হারকেই দায়ী করেছেন। একইসঙ্গে বায়োবাবলে থেকে টানা ম্যাচ খেলে ক্রিকেটাররা যে ক্লান্ত, সে কথাও উল্লেখ করতে ভোলেননি তিনি। তার কথায়, খেলোয়াড়রা আরও খানিকটা বিশ্রাম পেলে ফলাফল অন্যরকম হতেই পারতো।
[৩] এই ধরনের অজুহাতে একেবারেই কান দিতে রাজি নন সুনীল গাভাস্কার ও হরভজন সিংরা। তারা একবাক্যে বলছেন বোর্ডে যথেষ্ট রান না থাকাতেই প্রথম দুটি ম্যাচ হারতে হয়েছে ভারতকে। হরভজন তো উদাহরণ দিয়েই বলে দিয়েছেন, আইপিএল ফাইনালে প্রথমে ব্যাট করেই চ্যাম্পিয়ন হয়েছিল সিএসকে। গাভাস্কার যেমন বলেই দিয়েছেন, আফগানিস্তানের বিরুদ্ধে যেরকম ব্যাটিং করেছিল ভারত।
[৪] সেটা প্রথম দুটো ম্যাচে করতে পারেনি। বোর্ডে আরও রান থাকলে বোলাররা লড়াই করতে পারত। হরভজন যেমন বলেছেন, ‘ম্যাচ জিততে হলে ভারতকেও রান করতে হত। এটা স্বীকার করে নেওয়া ভাল যে আমরা ভাল খেলতে পারিনি। আমাদের আরও ভাল খেলা উচিত ছিল। ভারত যদি টসে জিততো তাহলে এটা করতো, ওটা করতো, এ সব কথা বলে কোনও লাভ নেই। - আজকাল