শিরোনাম
◈ খালেদা জিয়ার জানাজা: বুধবার সকাল ৭টা থেকে বন্ধ থাকবে যেসব সড়ক ◈ এবার ভোটারদের কাছে ক্ষমা চেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ৪ নেতা ◈ জ্বালাময়ী যে বক্তব্যের পর বেগম খালেদা জিয়াকে আর জনসমাবেশ করতে দেওয়া হয়নি (ভিডিও) ◈ এবার কারাগার থেকে প্রার্থী হলেন সাবেক যুবলীগ নেতা ◈ রাজপথের সংগ্রাম থেকে ঘরোয়া স্নেহ—ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন ছিলেন ◈ খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের তিন মেয়াদে আলোচিত ১০টি ঘটনা ◈ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ◈ গণতান্ত্রিক সংগ্রামে অনন্য অনুপ্রেরণা ছিলেন খালেদা জিয়া—ড. কামাল ◈ খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের স্পিকার ◈ ছাত্রদলকর্মীকে ডেকে নিয়ে হত্যা

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২১, ০৩:২২ রাত
আপডেট : ০৯ নভেম্বর, ২০২১, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং নয়, ফেসবুকে আগ্নেয়াস্ত্রসহ ছবি দিয়ে যুবকের হুমকি

ডেস্ক রিপোর্ট : দুই কাঁধে অস্ত্র নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডের এক যুবকের ছবি ভাইরাল হয়েছে। ফেসবুকে ওই ছবি পোস্ট করে তিনি লিখেন- ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আমরা শেখ হাসিনার সৈনিক, অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেই নাই।’ যুগান্তর

খোঁজ নিয়ে জানা গেছে, মো. জাহেদ নামে ওই যুবক সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল বাংলাবাজার এলাকার বাসিন্দা। গতকাল রোববার রাতে ওই ছবি পোস্ট করে তিনি আরও লেখেন, ‘১১ তারিখ দেখিয়ে দেব কার বুকের পাটা আছে।’ কার উদ্দেশে এই হুঁশিয়ারি তা স্পষ্ট নয়।

১১ তারিখ সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ হবে।  তার আগে এমন ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনা হলে মুছে ফেলা হয়। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন জাহেদ। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজড়ে এসেছে।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ওই যুবকের সঙ্গে রাজনৈতিক নেতাদের ছবি দেখা গেছে। তবে তার রাজনৈতিক কোনো পদবি আছে কিনা নিশ্চিত হওয়া যায়নি। শুনেছি তিনি ওই এলাকার এক ইউপি সদস্য প্রার্থীর আত্মীয়।

এ ঘটনায় ওই প্রার্থীর প্ররোচনা রয়েছে কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান ওসি। অভিযুক্ত যুবককে আটক করতে অভিযান চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়