শিরোনাম
◈ ভার‌তের উত্তরবঙ্গের বিপর্যস্তদের পাশে দাঁড়াচ্ছেন ‌লিও‌নেল মেসি! ◈ রাশিয়াকে দুর্বল কর‌তে জাপান‌কে তেল কেনা বন্ধ কর‌তে ব‌লে‌ছে আ‌মে‌রিকা ◈ যৌন কে‌লেঙ্কা‌রির অ‌ভি‌যো‌গে চাকরি যেতে চলেছে ইংল্যান্ডের কোচ ক‌লিংউ‌ডের ◈ তা‌মিম ইকবাল মালয়েশিয়ার টি-টোয়েন্টি লিগে মেন্টরের দায়ি‌ত্বে থাক‌বেন ◈ মিরপু‌রের চেয়েও ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের গায়ানায় বাজে উইকেটে খেলেছি: রিশাদ হো‌সেন ◈ সাকিব আল হাসা‌নের সঙ্গে আবুধাবি টি-টেন লিগে দল পেলেন সাইফ ও নাহিদ ◈ রেকর্ড ছোঁয়ার পর স্বর্ণের দামে বড় পতন ◈ ১৮ বছর পর বাংলাদেশ-কুয়েত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক: বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন সম্ভাবনা ◈ এমপিওভুক্ত শিক্ষকদের টানা অনশন, অসুস্থ বহু শিক্ষক ◈ চট্টগ্রাম বন্দরে ১২শ টন কাঁচামালবাহী লাইটার জাহাজ ডুবি (ভিডিও)

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২১, ০৩:২২ রাত
আপডেট : ০৯ নভেম্বর, ২০২১, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং নয়, ফেসবুকে আগ্নেয়াস্ত্রসহ ছবি দিয়ে যুবকের হুমকি

ডেস্ক রিপোর্ট : দুই কাঁধে অস্ত্র নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডের এক যুবকের ছবি ভাইরাল হয়েছে। ফেসবুকে ওই ছবি পোস্ট করে তিনি লিখেন- ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আমরা শেখ হাসিনার সৈনিক, অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেই নাই।’ যুগান্তর

খোঁজ নিয়ে জানা গেছে, মো. জাহেদ নামে ওই যুবক সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল বাংলাবাজার এলাকার বাসিন্দা। গতকাল রোববার রাতে ওই ছবি পোস্ট করে তিনি আরও লেখেন, ‘১১ তারিখ দেখিয়ে দেব কার বুকের পাটা আছে।’ কার উদ্দেশে এই হুঁশিয়ারি তা স্পষ্ট নয়।

১১ তারিখ সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ হবে।  তার আগে এমন ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনা হলে মুছে ফেলা হয়। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন জাহেদ। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজড়ে এসেছে।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ওই যুবকের সঙ্গে রাজনৈতিক নেতাদের ছবি দেখা গেছে। তবে তার রাজনৈতিক কোনো পদবি আছে কিনা নিশ্চিত হওয়া যায়নি। শুনেছি তিনি ওই এলাকার এক ইউপি সদস্য প্রার্থীর আত্মীয়।

এ ঘটনায় ওই প্রার্থীর প্ররোচনা রয়েছে কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান ওসি। অভিযুক্ত যুবককে আটক করতে অভিযান চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়