শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২১, ০৮:০৮ রাত
আপডেট : ০৮ নভেম্বর, ২০২১, ০৮:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রায়পুরায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

আজিজুল ইসলাম: [২] নরসিংদীর রায়পুরায় সড়ক দুর্ঘটনায় মাসুম বিল্লাহ (২৩) নামে এক যুবকের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন করেছে মির্জানগর ইউনিয়নের হুগলাকান্দি বাসীর লোকজন। নিহত মাসুম মির্জানগর ইউনিয়নের হুগলাকান্দি গ্রামের ছানাউল্লাহ মুন্সির ছেলে।

[৩] সোমবার (৮ নভেম্বর) বিকেলে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়ক বন্ধ করে গ্রামের কয়েকশত মানুষের উপস্থিতিতে রাস্তার উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

[৪] মানববন্ধনে বক্তরা বলেন, গতকাল রোববার (৭ নভেম্বর) রাতে কাজ শেষে নরসিংদী টু রায়পুরা আঞ্চলিক সড়ক দিয়ে মোটর বাইক দিয়ে আসার পথে সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে নরসিংদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

[৫] তারা আরো বলেন, লাইন্সেস ও ফিটনেস বিহীন সিএনজি আটো রিক্সার বেপোরুয়া চলাচলের কারনে রোডটিতে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। এসময় বক্তারা লাইসেন্স বিহীন গাড়ি ও গাড়ি চালকের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ, রাস্তার গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশ নিয়োগ, অতি পুরাতন ও ত্রুটিপূর্ণ যানবাহনে নিষেধাজ্ঞা আরোপ, সঠিক গতিসীমায় গাড়ি চলাচলসহ সড়ক পথে প্রত্যেকটি নিয়ম মেনে গাড়ি চালানোর দাবি জানান এবং সেই সাথে বিষয়টিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি দেওয়ার আহ্বান জানান।

[৬] এসময় বক্তব্য রাখেন, শাহরিয়ার সাকির, মো. আপেল, মো. হযরত আলী, নুরুল ইসলাম, নাদিম সহ হুগলাকান্দি গ্রামের সর্বস্তরের মানুষ। পরে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান। এসময় তিনি উপরোক্ত দাবি পূরণে সহযোগীতা করবেন ও নিহতের ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদানের আশ্বাস দেন। পরে নিহতের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়