শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২১, ০৪:৪৩ দুপুর
আপডেট : ০৮ নভেম্বর, ২০২১, ০৪:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুলিশ বাহিনীতে দক্ষ জনবল প্রয়োজন: আইজিপি

আশরাফুল নয়ন: [২] পুলিশ নিয়োগে স্বচ্ছতা হয়েছে মন্তব্য করে আইজিপি ড. বেনজির আহমেদ বলেছেন, পুরনো পুলিশ নিয়োগ প্রক্রিয়াকে সংস্কার করা হয়েছে। প্রধানমন্ত্রীর রুপকল্প আগামী ২০৪১ সালের মধ্যে আমরা ধনী ও আধুনিক দেশে পরিণত হবো। ধনী ও আধুনিক দেশে রুপান্তরিত হলে আধুনিক পুলিশ বাহিনী প্রয়োজন।

[৩] সোমবার দুপুর সাড়ে ১২টায় নওগাঁ শহরের ডিগ্রীর মোড়ে পুলিশ শপিংমল ও বিপি রেস্টুরেন্ট এ্যান্ড ক্যাফে উদ্বোধনে তিনি একথা বলেন।

[৪] বেনজির আহমেদ বলেন, আমাদের লক্ষ্য দুটো। জব মার্কেট থেকে সেরা মেধাবী ও ফিটনেস ছেলে-মেয়ে আসবে এবং দক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলা। এতে করে আমরা সর্বাধুনিক পুলিশ বাহিনী পেতে সক্ষম হবো। সাতটি ফিজিকেল ধাপ অতিক্রম করে কনস্টেবল পদে স্বচ্ছতার সহিত নিয়োগ দেওয়া হয়েছে।

[৫] আইজিপি আরো বলেন, বাংলাদেশের প্রতিটি জেলায় পর্যায়ে এমন শপিংমল এর কার্যক্রম চালু করা হবে। এই অঞ্চলের মানুষের জন্য একটি উপহার। এই আধুনিক শপিংমলের মাধ্যমে সর্বাধুনিক জীবনযাত্রার স্পর্শ পাবে। এই জেলায় যারা পুলিশে কাজ করে তাদের জন্য অর্থনৈতিক দিক দিয়ে সুবিধা পাবে।

[৬] এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতী ও গাজিউর রহমান, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) সুরাইয়া খাতুন, জেলা প্রশাসক হারুন অর রশীদ, জেলা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ সহ পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা।

[৭] সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ শপিংমলে প্রায় সাড়ে ১২ হাজার বিভিন্ন ধরনের পণ্য থাকবে। শীতাতাপ নিয়ন্ত্রিত সুসজ্জিত ও মনোমুগ্ধকর পরিবেশে পণ্য কিনতে সহযোগিতা করবেন ৪০ জন প্রশিক্ষিত স্মার্ট তরুণ-তরুণী। জন্মদিনসহ যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য রয়েছে হলরুম। মূল্য পরিশোধে আছে ক্রেডিট, ডেবিট কার্ড, বিকাশ, রকেট কিংবা নগদের সুবিধা। শপিংমল জুড়েই সিসি ক্যামেরা।

[৮] নওগাঁর বদলগাছী উপজেলার কৃতিসন্তান তৈয়ব উদ্দিন আহমেদ। তিনি ১৯৬১ সালে পিএসপি কর্মকর্তা হিসেবে পুলিশে যোগ দেন। চাকরি জীবনে দু’বার আইজিপি হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি অবসরে যান।

[৯] নওগাঁ শহরের বাঁঙ্গাবাড়ীয়া মহল্লার ডিগ্রী মোড় সংলগ্ন স্থানে কয়েক কোটি টাকা মূল্যের ৪৬ শতাংশ জমি জেলা পুলিশকে দান করেন। জমি দানের বিষয়টিকে স্থানীয় পুলিশ ও এলাকাবাসী বিস্ময়ের সঙ্গে প্রশংসা করেছেন। সেই জমির ওপর জেলা পুলিশের কো-অপারেটিভ সোসাইটির উদ্যোগে পরিকল্পনার অংশ হিসেবে ‘পুলিশ শপিংমল ও বিপি রেস্টুরেন্টে অ্যান্ড ক্যাফে’ ভবন নির্মান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়