শিরোনাম
◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে বাক-বিতন্ডা, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ◈ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ◈ নির্বাচনের আগে ঘুরে দাঁড়ালো অর্থনীতি, প্রশংসিত ড. ইউনূসের নেতৃত্ব ◈ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে ক্ষমতায় টিকে থাকার মাস্টারপ্ল্যান ছিল: তদন্ত কমিটির প্রতিবেদনে বিচারপতি শামীম ◈ বা‌র্সেলেনার কা‌ছে শি‌রোপা হারা‌নোর পর সুপার কাপকে কম গুরুত্বপূর্ণ বললেন রিয়াল মা‌দ্রিদ কোচ ◈ প্রাক-নির্বাচনী জরিপে জামায়াতের চেয়ে ১.১% এগিয়ে বিএনপি

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২১, ০৩:০২ দুপুর
আপডেট : ০৮ নভেম্বর, ২০২১, ০৪:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্ভিক্ষের ঝুঁকিতে আরো ৩০ লাখ মানুষ: জাতিসংঘের হুঁশিয়ারি

লিহান লিমা: [২]জাতিসংঘ খাদ্য কর্মসূচী (ডব্লিউএফপি) বলেছে, এই বছর খাদ্য সংকটে পড়ার ঝুঁকিপূর্ণ মানুষের সংখ্যা বেড়ে সাড়ে ৪ কোটিতে পৌঁছেছে। এই সংখ্যা গত বছরের থেকে ৩০ লাখ বেশি। ইউএন নিউজ

[৩]বুরুন্ডিতে মানবেতর জীবনযাপন করা এবং ইতোমধ্যেই খাদ্য সংকটে পড়া মানুষের আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী এই চার্ট তৈরি করা হয়েছে।

[৪]ডব্লিউএফপি এর নির্বাহী পরিচালক ডেভিড বিসলি বলেন, ‘লাখ লাখ মানুষ গভীর সংকটে পতিত হতে যাচ্ছে। সংঘর্ষ, জলবায়ু পরিবর্তন, কোভিড-১৯ খাদ্য সংকটে নতুন মাত্রা যোগ করেছে। জ্বালানির মূল্য বেড়েছে, বেড়েছে খাদ্যদ্রব্যের মূল্য, সারও ব্যয়বহুল হচ্ছে। এর সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে আফগানিস্তান, সিরিয়া এবং ইয়েমেনের মতো দীর্ঘস্থায়ী সংকটে ভোগা দেশগুলো।’

[৫]ডব্লিউএফপিএর সমীক্ষায় উঠে আসে বিশ্বজুড়ে খাদ্যসংকট দূর করতে প্রায় ৭ বিলিয়ন ডলারের মতো অর্থায়ন প্রয়োজন, যা আগে ছিলো ৬.৬ বিলিয়ন।

[৭]খাদ্য সংকটের সবচেয়ে চরম অবস্থায় পড়া ৪৩টি দেশ থেকে প্রাপ্ত তথ্যে দেখা গিয়েছে, পরিবারগুলো কম খেতে বাধ্য হচ্ছে বা কোনো এক বেলার খাবার কম খেতে বাধ্য হচ্ছে এবং ক্ষুধার্ত থাকছে । কখনো সন্তান খাচ্ছে কিন্তু বাবা মা উপোস থাকছে। খাদ্য সংকটের কারণে পরিবারগুলো মারাত্মক সিদ্ধান্ত নিচ্ছে। শিশুদের তাড়াতাড়ি বিয়ে দিচ্ছে, স্কুল থেকে ছাড়াতে বাধ্য হচ্ছে এবং কীট-পতঙ্গ, লতা-গুল্ম খাওয়াতে বাধ্য হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়