স্পোর্টস ডেস্ক : [২] টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাত্র ১৮ বলে ফিফটি ৫৪ রান করে দ্রুততম ফিফটির নতুন রেকর্ড গড়েছেন পাকিস্তানের শোয়েব মালিক। আর পাকিস্তান এর ম্যাচের জয়ের মধ্য দিয়ে সুপার টুয়েলভে একমাত্র দল হিসেবে শতভাগ জয় নিয়ে সেমিফাইনালে উঠেছে।
[৩] এদিকে পাকিস্তান সেমিফাইনাল গেলেও ভারতকে সুপার টুয়েলভ থেকেই বিদায় নিতে হয়েছে। তাই স্বভাবতই ভারতের দর্শকদের হচ্ছে হৃদয়ের রক্তক্ষরণ! তবে স্বাধীন শোয়েব মালিকের ব্যাটিং দেখে মুগ্ধ ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা।
[৪] পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের খেলা দেখে গ্যালারিতে বসেই হাততালি দেন তার স্ত্রী ভারতের মেয়ে সানিয়া মির্জা।
[৫] রোববার সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে ৭২ রানের বড় জয় পেয়েছে পাকিস্তান পাকিস্তান। - ক্রিকবাজ