রিয়াদ ইসলাম: [২] পাবনার ঈশ্বরদীতে ১০০ গ্রাম হেরোইনসহ জালাল উদ্দীন (২৭) নামে এক মাদককারবারীকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে উপজেলার পাকশী ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
[৩] আটক ব্যক্তি হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বয়েরমারী গ্রামের মৃত হাছেন আলীর ছেলে।
[৪] সোমবার দুপুরে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাকশীতে অভিযান চালানো হয়। এ সময় ১০০ গ্রাম হেরোইনসহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়। ধারণা করা হচ্ছে জব্দ হওয়া ওই হেরোইনের আনুমানিক মূল্য চার লাখ টাকা।
[৫] পুলিশ কর্মকর্তা বলেন, জালাল উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য কেনাবেচা করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
[৬] ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় আটক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।