রাহুল রাজ: [২] ঢাকা মেট্রোর ডানহাতি দ্রুতগতির বোলার শহীদুল জাতীয় লিগের চতুর্থ রাউন্ডের প্রথম ইনিংসে ৭ উইকেট নিয়েছেন।
[৩] বিকেএসপির ৪ নম্বর মাঠে টস জিতে রাজশাহীকে আগে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা মেট্রো। শহীদুলের তোপে পুড়ে ২৩২ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। জবাবে ঢাকা মেট্রোর ইনিংসও ভালো যায়নি। ২ উইকেটে ৫৩ রানে দিনের খেলা শেষ করেছে তারা। এখনও ১৭৯ রানে পিছিয়ে ঢাকা মেট্রো।
[৪] শহীদুল এর আগে একবারই ৬ উইকেট পেয়েছেন। ৫ উইকেট ছিল দুইবার। ৪৮ রানে ৭ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন।
[৫] ওপেনার মিজানুর রহমান ৪৮, প্রীতম কুমার ৩০, সানজামুল ইসলাম ৩৯ রান করেন। সম্পাদনা: এল আর বাদল।