শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২১, ০১:৩৬ রাত
আপডেট : ০৭ নভেম্বর, ২০২১, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশাল থেকে ছেড়ে যায়নি লঞ্চ, বিপাকে সহস্রাধিক যাত্রী

নিউজ ডেস্ক: ডিজেলের দাম বৃদ্ধিতে লঞ্চ ভাড়া বৃ‌দ্ধির দাবি‌তে ব‌রিশাল থে‌কে সকল রু‌টে লঞ্চ চলাচল বন্ধ ক‌রে দেওয়ায় বিপা‌কে প‌ড়ে‌ছেন সহস্রাধিক যাত্রী।

শনিবার সন্ধ্যার পর সহস্রাধিক যাত্রী বরিশাল নদী বন্দ‌রে এসে ফিরে গেছে। তারা ক্ষোভ প্রকাশ করে জনিয়েছেন, যাত্রী জিম্মি করে ভাড়া বৃদ্ধি অনৈতিক কাজ। মালিক কর্তৃপক্ষের দাবি ডিজেলের দাম বাড়ানোয় ক্ষতিগ্রস্ত হচ্ছেন মলিকরা।

শনিবার সন্ধ‌্যায় বরিশাল নদী বন্দরে গিয়ে দেখা যায় ঘাটে থাকা দূরপাল্লার অভ্যন্তরীণ রুটে চলাচলকারী তিন‌টি লঞ্চ ঘাট থেকে সরিয়ে নেওয়া হয়েছে, বা‌কি তিনটি লঞ্চ ঘা‌টেই র‌য়ে‌ছে। বিকাল থেকে যাত্রীরা ঘাটে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। এদিকে গতকাল বরিশাল থেকে ঢাকায় ৬টি লঞ্চ ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা ছাড়েনি।

সো‌য়েব আহ‌ম্মেদ নামে এক যাত্রী জানান, ভাড়া বৃদ্ধির জন্য যাত্রীদের জিম্মি করে হঠাৎ লঞ্চ বন্ধ করা বিবেকহীন কাজ। এ সিদ্ধান্ত বিকাল তিনটায় না নিয়ে আরও আগে নিতে পারত। তাহলে আমরা ঘাটে এসে এই বিড়ম্বনায় পড়তাম না।

রু‌মি নামের এক যাত্রী বলেন, গতকাল থেকে জনপ্রতি ভাড়া বৃদ্ধি করেছে মালিকরা। লঞ্চচলাচল অব্যাহত রেখে সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে তার সিদ্ধান্ত নিতে পারত। তাহলে হাজার হাজার যাত্রীদের বিড়ম্বনায় পড়তে হতো না।

লঞ্চ যাত্রী র‌বিউল ইসলাম বলেন, মালিকরা যাত্রীদের কথা বিবেচনা করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য কাজ করেন।

এদি‌কে বন্দ‌রে থাকা কিছু যাত্রী বিআইড‌ব্লিউ‌টি‌সির জাহাজ এম ভি মধুম‌তি‌, তুষখালী থে‌কে ছে‌ড়ে আসা পূবালী ৭ এবং ঝালকা‌ঠি থে‌কে আসা ফারহান ল‌ঞ্চে ক‌রে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।

পূবালী ৭ লঞ্চের বরিশাল কাউন্টারের ব্যবস্থাপক নাসির উদ্দিন বলেন, বিকাল ৩টায় সময় লঞ্চ চলাচলের সিদ্ধান্ত জানানো হয়েছে। ত‌বে আমা‌দের ওই লঞ্চ এর আগেই ছে‌ড়ে এসেছে। এটা ব‌রিশালে ঘাট দি‌য়ে যাত্রী নি‌য়ে গেছে।

নিজাম শিপিং এর ব্যবস্থাপনা পরিচালক নিজাম উদ্দিন জানান, লিটার প্রতি ১৫টাকা ডিজেলের দাম বৃদ্ধি করায় বরিশাল-ঢাকা রুটের ট্রিপ প্রতি ৬০ হাজার থেকে দেড় লাখ টাকা পযন্ত খরচ বেড়েছে। এ অবস্থায় যাত্রী প্রতি ভাড়া বৃদ্ধি না করে লঞ্চ চলানো সম্ভব নয়।

লঞ্চ মালিক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু জানান, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করায় প্রতিটি লঞ্চে জ্বালানী বাবদ একলাখ টাকা খরচ বৃদ্ধি পেয়েছে। যাত্রীদের কথা বিবেচনা করে পূর্বের নির্ধারিত ভাড়া নিয়ে এক দিন যাত্রী পরিবহণ করা হয়েছে। ত‌বে সেটা আর সম্ভব নয়। -যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়