শিরোনাম
◈ ঢাকায় পরিত্যক্ত মার্কেট থেকে ভেসে আসছিল দুর্গন্ধ, অতঃপর... ◈ উত্তরায় এলিট ফোর্স সদস্যের শটগান ছিনতাই ◈ অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ঢাকার ৪ থানায় অভিযানে গ্রেপ্তার ৪৯ ◈ পুরস্কারের অর্থের কী হবে? ব্যাখ্যা দি‌লো নরওয়ের কমিটি ◈ ক্রিকেটার সূর্যকুমারকে নিয়ে মন্তব্য করে বিপদে খুশি মুখোপাধ্যায়, অভিনেত্রীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা ◈ যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া ক্ষমতা দেখানোর প্রতিযোগিতায় নেমেছে ◈ ২১ দিন মা–মেয়ের লাশ নিজ ফ্ল্যাটে রেখেই পরিবার নিয়ে দিব্যি বসবাস করছিলেন হত্যাকারী! ◈ ‌বিশ্বকা‌পে বাংলাদেশের জন্য কলকাতা অত্যন্ত নিরাপদ : ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি ◈ পাকিস্তানে ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জনের মৃত্যু ◈ ৫ বছরের মধ্যে সর্বোচ্চ মুনাফায় চট্টগ্রাম বন্দর

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২১, ০৯:০৬ রাত
আপডেট : ০৭ নভেম্বর, ২০২১, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৪ পাঙ্গাস বিক্রি হলো ৭৩ হাজার টাকায় !

সোহেল : [২] রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ৪টি বড় পাঙ্গাস মাছ ধরা পড়েছে। মাছ ৪টির ওজন যথাক্রমে- ১৮ কেজি, ১৪ কেজি, ১৩ কেজি ও ১২ কেজি।

[৩] জানা যায়, গতকাল শনিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়ার জেলে মনির হালদার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে জাল ফেলেন। জালটি ২ কিলোমিটার ভাটিয়ে কলাবাগান এলাকায় গেলে জেলেরা জালে সজোরে টান অনুভব করেন। এ সময় তারা জালটি উপরে টেনে তুললে পাঙ্গাসগুলো পাওয়া যায়। মাছগুলো বিক্রির জন্য দৌলতদিয়ার ৫নং ফেরিঘাটে নিয়ে আসলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাহজাহান ১ হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ৭১ হাজার ২৫০ টাকা দিয়ে কিনে নেন।

[৪] পরে সম্রাট শাহজাহান মুঠোফোনে যোগাযোগ করে ১ হাজার ২৮০ টাকা কেজি দরে মোট ৭২ হাজার ৯৬০ টাকায় ঢাকার দুই ব্যবসায়ীর কাছে মাছ চারটি বিক্রি করেন। মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান বলেন, জেলের জালে একসঙ্গে ৪টি বড় পাঙ্গাস ধরা পড়ার ঘটনা তেমন একটা দেখা যায় না। পদ্মার এ পাঙ্গাসের চাহিদা ব্যাপক। কেনার পরপরই মুঠোফোনে যোগাযোগ করে মাছ ৪টি বিক্রি করে দেন জানিয়ে তিনি বলেন, এতে ভালোই লাভ হয়েছে।

[৫] গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, পদ্মায় আজকাল নিয়মিতই বড় বড় মাছ ধরা পড়েছে। এতে জেলে ও ব্যবসায়ীরা খুব খুশি। আমরা চেষ্টা করছি এ ধরনের মাছের জন্য অভয়াশ্রম গড়ে তুলে তাদের রক্ষা করতে, যেন তারা নদীতে বংশ বিস্তার করে মাছের উৎপাদন বাড়াতে পারে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়