শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২১, ০৯:০৬ রাত
আপডেট : ০৭ নভেম্বর, ২০২১, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৪ পাঙ্গাস বিক্রি হলো ৭৩ হাজার টাকায় !

সোহেল : [২] রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ৪টি বড় পাঙ্গাস মাছ ধরা পড়েছে। মাছ ৪টির ওজন যথাক্রমে- ১৮ কেজি, ১৪ কেজি, ১৩ কেজি ও ১২ কেজি।

[৩] জানা যায়, গতকাল শনিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়ার জেলে মনির হালদার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে জাল ফেলেন। জালটি ২ কিলোমিটার ভাটিয়ে কলাবাগান এলাকায় গেলে জেলেরা জালে সজোরে টান অনুভব করেন। এ সময় তারা জালটি উপরে টেনে তুললে পাঙ্গাসগুলো পাওয়া যায়। মাছগুলো বিক্রির জন্য দৌলতদিয়ার ৫নং ফেরিঘাটে নিয়ে আসলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাহজাহান ১ হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ৭১ হাজার ২৫০ টাকা দিয়ে কিনে নেন।

[৪] পরে সম্রাট শাহজাহান মুঠোফোনে যোগাযোগ করে ১ হাজার ২৮০ টাকা কেজি দরে মোট ৭২ হাজার ৯৬০ টাকায় ঢাকার দুই ব্যবসায়ীর কাছে মাছ চারটি বিক্রি করেন। মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান বলেন, জেলের জালে একসঙ্গে ৪টি বড় পাঙ্গাস ধরা পড়ার ঘটনা তেমন একটা দেখা যায় না। পদ্মার এ পাঙ্গাসের চাহিদা ব্যাপক। কেনার পরপরই মুঠোফোনে যোগাযোগ করে মাছ ৪টি বিক্রি করে দেন জানিয়ে তিনি বলেন, এতে ভালোই লাভ হয়েছে।

[৫] গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, পদ্মায় আজকাল নিয়মিতই বড় বড় মাছ ধরা পড়েছে। এতে জেলে ও ব্যবসায়ীরা খুব খুশি। আমরা চেষ্টা করছি এ ধরনের মাছের জন্য অভয়াশ্রম গড়ে তুলে তাদের রক্ষা করতে, যেন তারা নদীতে বংশ বিস্তার করে মাছের উৎপাদন বাড়াতে পারে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়