শিরোনাম
◈ তারেক রহমানের দেশে ফেরা বিনিয়োগকারীদের জন্য বিরাট কনফিডেন্স বুস্টার: আশিক চৌধুরী ◈ আমেরিকানদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে যেসব দেশ ◈ দুবাইয়ে সম্পত্তির ইস্যুতে এনটিভির মুখোমুখি আসিফ মাহমুদ (ভিডিও) ◈ মানবহীন জেট ড্রোন কিজিলেলমা: সম্পূর্ণ স্বয়ংক্রিয় সমন্বিত ফ্লাইটে নতুন মাইলফলক ◈ লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভে খালিস্তানপন্থীদের বাধা (ভিডিও) ◈ এবার দিনাজপুরে খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির আরেক নেতা ◈ বিদেশি বন্দরে নাবিকদের পালিয়ে যাওয়ার হিড়িক: হুমকির মুখে বাংলাদেশের মেরিন সেক্টর (ভিডিও) ◈ সিরাজগঞ্জে প্রকাশ্য কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ◈ দে‌শে ফি‌রে‌ মোস্তা‌ফিজ বল‌লেন, বিদেশি লিগে আরও বাংলাদেশি ক্রিকেটার প্রয়োজন ◈ ক্ষমতা ও প্রতিপত্তির লো‌ভে নিজ দল ছেড়ে এমপি হওয়ার মরিয়া চেষ্টা কতটা নৈতিক? 

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২১, ০৯:০৬ রাত
আপডেট : ০৭ নভেম্বর, ২০২১, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৪ পাঙ্গাস বিক্রি হলো ৭৩ হাজার টাকায় !

সোহেল : [২] রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ৪টি বড় পাঙ্গাস মাছ ধরা পড়েছে। মাছ ৪টির ওজন যথাক্রমে- ১৮ কেজি, ১৪ কেজি, ১৩ কেজি ও ১২ কেজি।

[৩] জানা যায়, গতকাল শনিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়ার জেলে মনির হালদার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে জাল ফেলেন। জালটি ২ কিলোমিটার ভাটিয়ে কলাবাগান এলাকায় গেলে জেলেরা জালে সজোরে টান অনুভব করেন। এ সময় তারা জালটি উপরে টেনে তুললে পাঙ্গাসগুলো পাওয়া যায়। মাছগুলো বিক্রির জন্য দৌলতদিয়ার ৫নং ফেরিঘাটে নিয়ে আসলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাহজাহান ১ হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ৭১ হাজার ২৫০ টাকা দিয়ে কিনে নেন।

[৪] পরে সম্রাট শাহজাহান মুঠোফোনে যোগাযোগ করে ১ হাজার ২৮০ টাকা কেজি দরে মোট ৭২ হাজার ৯৬০ টাকায় ঢাকার দুই ব্যবসায়ীর কাছে মাছ চারটি বিক্রি করেন। মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান বলেন, জেলের জালে একসঙ্গে ৪টি বড় পাঙ্গাস ধরা পড়ার ঘটনা তেমন একটা দেখা যায় না। পদ্মার এ পাঙ্গাসের চাহিদা ব্যাপক। কেনার পরপরই মুঠোফোনে যোগাযোগ করে মাছ ৪টি বিক্রি করে দেন জানিয়ে তিনি বলেন, এতে ভালোই লাভ হয়েছে।

[৫] গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, পদ্মায় আজকাল নিয়মিতই বড় বড় মাছ ধরা পড়েছে। এতে জেলে ও ব্যবসায়ীরা খুব খুশি। আমরা চেষ্টা করছি এ ধরনের মাছের জন্য অভয়াশ্রম গড়ে তুলে তাদের রক্ষা করতে, যেন তারা নদীতে বংশ বিস্তার করে মাছের উৎপাদন বাড়াতে পারে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়