স্পোর্টস ডেস্ক : [২] শুক্রবার (৫ নভেম্বর) স্কটল্যান্ডের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পরেই সতীর্থরা দলের অধিনায়কের জন্মদিন ধুমধাম করে পালন করলেন।
[৩] নিজের ৩৩তম জন্মদিনে কোহলি বলেন, আমার স্ত্রী ও মেয়ে এখানে রয়েছে এবং সেটাই আমার জন্য যথেষ্ট বড় সেলিব্রেশন। পরিবারের এখানে থাকাটাই একটা বড় আর্শীবাদ আমার কাছে।
[৪] তবে কোহলি জন্মদিন পালন করবেন না বললেও সতীর্থরা কী আর তাকে মুক্তি দেয়। জয়ের পরে সাজঘরে কেক কেটে ধুমধাম করে পালন করা হয় কোহলির জন্মদিন। দলের বর্তমান মেন্টর মহেন্দ্র সিং ধোনিকে কেক খাইয়েই শুরু হয় ড্রেসিংরুমে তার জন্মদিন পালন। কোহলিকে কেক মাখিয়ে ভূত বানাতেও কিন্তু ছাড়েননি ভারতীয় দলের বাকি সদস্যরা। - হিন্দুস্তানটাইমস, সম্পাদনা : এল আর বাদল