আখিরুজ্জামান সোহান: [২] জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষা ৭ নভেম্বরের বদলে আগামী ২০ নভেম্বর এবং ৮ নভেম্বরের পরীক্ষা আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে। তবে অন্যান্য দিনের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।
[৩] জাবি ভর্তি পরিচালনা কমিটির মুখপাত্র ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান সাংবাদিকদের জানিয়েছেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে দেশব্যাপী চলমান পরিবহন ধর্মঘটের কারণে ৭ ও ৮ নভেম্বরের ভর্তি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।
[৪] তিনি সাংবাদিকদের আরো জানান, পরিবহন ধর্মঘটের কারণে আগামী ৭ নভেম্বরে অনুষ্ঠিতব্য এ ইউনিটের ভর্তি পরীক্ষা পিছিয়ে আগামী ২০ নভেম্বর ও ৮ নভেম্বরের পরীক্ষা আগামী ২১ নভেম্বরে নেয়া হবে। অন্যান্য দিনের পরীক্ষা যথাসময়ে হবে।