রাহুল রাজ :[২]বিশ্বকাপের মাঝপথেই চোটের কারণে ছিটকে গিয়েছিলেন সাকিব আল হাসান। এবার জানা গেল, ঘরের মাঠে আসন্ন পাকিস্তান সিরিজেও অনিশ্চিত তিনি। এ ছাড়া সাকিবের আগে চোটে পড়া সাইফউদ্দিনকেও পাচ্ছে না বাংলাদেশ। শুক্রবার এ তথ্য জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী।
[৩]তিনি জানিয়েছেন সাকিবের ইনজুরির ধরন গ্রেড ওয়ানের। এর থেকে পুরোপুরি ফিট হতে সময় লাগবে ২ থেকে ৩ সপ্তাহ।
[৪]টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ১৯ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। পরের দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২০ ও ২২ নভেম্বর। সিরিজের সব ম্যাচই হবে দিবারাত্রির।
[৫] ২৬ নভেম্বর চট্টগ্রামে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ৪ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।