মাজহারুল ইসলাম: [২] রাজধানীর সোয়ারীঘাটে জুতার কারখানায় অগ্নিকাণ্ডে শ্রমিকদের মৃত্যুর বিষয়ে ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ শুক্রবার সকালে এ তথ্য জানিয়েছেন। রাশেদ বলেছেন, শুক্রবার রাতে ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানাটি ধোঁয়ায় ভরে যায়। এ সময় ভেতর থেকে বের হতে না পেরে ধোঁয়ায় শ্বাসরোধে তাদের মৃত্যু হয়েছে।
[৩] তিনি বলেন, কারখানাটিতে জুতার সোল তৈরি হতো। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এখনই বলা যাচ্ছে না। মরদেহ শনাক্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে।
[৪] প্রায় ২ বছর ধরে পুরান ঢাকা এলাকায় সব ধরনের দাহ্য পদার্থের গোডাউন বা কারখানার অনুমোদন দেওয়া বন্ধ রাখলেও ওই কারখানাটি খোলা ছিল।