শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২১, ০৯:৩৭ সকাল
আপডেট : ০৫ নভেম্বর, ২০২১, ০৯:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুঠিয়ায় পুলিশের এএসআইকে হাসুয়া নিয়ে ধাওয়া, আটক ৫

আবু হাসাদ, পুঠিয়া প্রতিনিধি: [২] রাজশাহীর পুঠিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের এএসআইকে হাসুয়া নিয়ে ধাওয়া করার পর তার মোবাইল ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছেন পুলিশ।

[৩] স্থানীয় ইউপি সদস্য মাসুদুল হক মিলন জানান, বৃহস্পতিবার (৪ নভেম্বর) বেলা ১২টার দিকে পুঠিয়ার ফুলবাড়ি বাজারে চা স্টলের মালিক শহীদুলের সঙ্গে পাশের দোকানী মিজানুরের সঙ্গে চা স্টলের চুলার ধোঁয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শহীদুলের লোকজন মিজানুর ও তার ছেলে শাহীন এবং ভাতিজা সাব্বিরকে মারধর করে। এ ঘটনার পর মিজানুরের লোকজন চা স্টলের মালিক শহীদুলকে পিটিয়ে আহত করে। তারা পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

[৪] এ বিষয়ে থানার এসআই আব্দুল আলী জানান, এ ঘটনায় উভয় পক্ষ পুঠিয়া থানায় মৌখিক অভিযোগ করলে বিকাল ৪টার দিকে থানার এএসআই চন্দন প্রাথমিক তদন্তের জন্য ঘটনাস্থলে যান। এসময় মিজানুরের পক্ষ নেয়া মামুন নামের এক ব্যক্তি ধারালো হাসুয়া নিয়ে এএসআই চন্দনকে ধাওয়া দিলে তিনি পালিয়ে জীবন বাঁচান। পরে মোটরসাইকেল নিয়ে থানায় আসার সময় তার মোবাইল ছিনিয়ে নেন মামুনের ভাই শফিকুল ইসলাম। পরে পুঠিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া ও থানার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেশিও অস্ত্র হাসুয়াসহ মামুন, শফিকুল, ব্যবসায়ী সবুজ, ইমরান ও মিলনকে আটক করেন। এসময় পুলিশের ছিনতাই হওয়া মোবাইলটিও উদ্ধার করেন।

[৫] পুঠিয়ার ভালুকগাছী ইউপি চেয়ারম্যান তাকবির হাসান জানান, আমি ডিসি অফিসে মিটিংয়ে ছিলাম। পরে স্থানীয় লোকজনের মুখে ঘটনাটি শুনেছি।

[[৬] থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। আহতরা পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। মামলার প্রস্তুতি চলছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়