শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২১, ০৬:১৩ বিকাল
আপডেট : ০৪ নভেম্বর, ২০২১, ০৬:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই সহোদর ভাই ও চাচাসহ ৩ জন নিহত

মোতাহার খান: [২] চলছে শোকের মাতম। শ্রীপুর উপজেলার গাড়ারণ গ্রাম থেকে মসজিদের ইমামের বাড়িতে গফরগাঁও মশাখালী এলাকায় বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন জন নিহত হয়েছে। এসময় গুরুত্বর আহত হয় আরো দুই জন। নিহতদের মধ্যে দুজন সহোদর ভাই, অপরজন তাদের চাচা।

[৩] বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে গাড়ারন গ্রামের ৩৬ জন ৫ টি অটোরিকশা যোগে বেড়াতে গেলে শ্রীপুর পাগলা সড়কের পোলেরঘাট বাজারের দক্ষিণে আহালিয়ার টেক নামক স্থানে রোলারের সাথে অটো রিকশার সংঘর্ষে অটোরিকশা উল্টে ৩ জন নিহত হয়। নিহতদের বাড়ি গারারণ বেপারী বাড়ি।

[৪] একজন ঘটনাস্থলেই প্রাণ হারান বাকী ২ জন হাসপাতালে নেয়ার পর মারা যান। নিহতরা হলেন উপজেলার গাড়ারন গ্রামের শহর আলী বেপারীর ছেলে আমির হোসেন (৪৫), ও কফিল উদ্দিন (৪০)।

[৫] এ ঘটনায় কফিল উদ্দিন (৪৫)কে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলেও পরে তার মৃত্যু হয়। তারা সম্পর্কে সহোদর ভাই। নিহত নায়েব আলী (৭৫) একই গ্রামের আব্বাস আলীর ছেলে। আহত দুজন হলেন একই গ্রামের অটোরিকশা চালক সাইফুল ইসলাম ও হারিছ উদ্দিন।

[৬] শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি ময়মনসিংহের পাগলা থানায় ঘটেছে। তাদের একজনকে শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে তার মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়