শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২১, ০৬:১৩ বিকাল
আপডেট : ০৪ নভেম্বর, ২০২১, ০৬:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই সহোদর ভাই ও চাচাসহ ৩ জন নিহত

মোতাহার খান: [২] চলছে শোকের মাতম। শ্রীপুর উপজেলার গাড়ারণ গ্রাম থেকে মসজিদের ইমামের বাড়িতে গফরগাঁও মশাখালী এলাকায় বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন জন নিহত হয়েছে। এসময় গুরুত্বর আহত হয় আরো দুই জন। নিহতদের মধ্যে দুজন সহোদর ভাই, অপরজন তাদের চাচা।

[৩] বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে গাড়ারন গ্রামের ৩৬ জন ৫ টি অটোরিকশা যোগে বেড়াতে গেলে শ্রীপুর পাগলা সড়কের পোলেরঘাট বাজারের দক্ষিণে আহালিয়ার টেক নামক স্থানে রোলারের সাথে অটো রিকশার সংঘর্ষে অটোরিকশা উল্টে ৩ জন নিহত হয়। নিহতদের বাড়ি গারারণ বেপারী বাড়ি।

[৪] একজন ঘটনাস্থলেই প্রাণ হারান বাকী ২ জন হাসপাতালে নেয়ার পর মারা যান। নিহতরা হলেন উপজেলার গাড়ারন গ্রামের শহর আলী বেপারীর ছেলে আমির হোসেন (৪৫), ও কফিল উদ্দিন (৪০)।

[৫] এ ঘটনায় কফিল উদ্দিন (৪৫)কে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলেও পরে তার মৃত্যু হয়। তারা সম্পর্কে সহোদর ভাই। নিহত নায়েব আলী (৭৫) একই গ্রামের আব্বাস আলীর ছেলে। আহত দুজন হলেন একই গ্রামের অটোরিকশা চালক সাইফুল ইসলাম ও হারিছ উদ্দিন।

[৬] শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি ময়মনসিংহের পাগলা থানায় ঘটেছে। তাদের একজনকে শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে তার মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়