শিরোনাম
◈ সুখবর পেলেন দ্বৈত নাগরিকত্ব জটিলতায় ২০ প্রার্থী, কোন দলের কত জন? ◈ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে আসামি ধরতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত, আহত ৪ ◈ উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদ‌শে মুস্তাফিজ ◈ ভিডিও বার্তায় ‘হ্যাঁ’ ভোট চাইলেন প্রধান উপদেষ্টা, ব্যাখ্যা করলেন কারণ ◈ উড়‌তে থাকা বার্সেলোনা‌কে মা‌টি‌তে নামা‌লো রিয়াল সোসিয়েদাদ ◈ 'হ্যাঁ'র পক্ষে প্রচার চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্বও বটে : আলী রীয়াজ ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় বৈঠকে এনসিপি নেতা নাহিদ ও আসিফ ◈ ‘হ্যাঁ’ ভোট দিতে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভিডিও-বার্তা দেবেন প্রধান উপদেষ্টা  ◈ সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় বড় পরিবর্তনের প্রস্তাব ◈ ঠিকানা খুঁজে না পাওয়ায় ফেরত এসেছে সাড়ে ৫ হাজার পোস্টাল ব্যালট

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২১, ০৬:১৩ বিকাল
আপডেট : ০৪ নভেম্বর, ২০২১, ০৬:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই সহোদর ভাই ও চাচাসহ ৩ জন নিহত

মোতাহার খান: [২] চলছে শোকের মাতম। শ্রীপুর উপজেলার গাড়ারণ গ্রাম থেকে মসজিদের ইমামের বাড়িতে গফরগাঁও মশাখালী এলাকায় বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন জন নিহত হয়েছে। এসময় গুরুত্বর আহত হয় আরো দুই জন। নিহতদের মধ্যে দুজন সহোদর ভাই, অপরজন তাদের চাচা।

[৩] বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে গাড়ারন গ্রামের ৩৬ জন ৫ টি অটোরিকশা যোগে বেড়াতে গেলে শ্রীপুর পাগলা সড়কের পোলেরঘাট বাজারের দক্ষিণে আহালিয়ার টেক নামক স্থানে রোলারের সাথে অটো রিকশার সংঘর্ষে অটোরিকশা উল্টে ৩ জন নিহত হয়। নিহতদের বাড়ি গারারণ বেপারী বাড়ি।

[৪] একজন ঘটনাস্থলেই প্রাণ হারান বাকী ২ জন হাসপাতালে নেয়ার পর মারা যান। নিহতরা হলেন উপজেলার গাড়ারন গ্রামের শহর আলী বেপারীর ছেলে আমির হোসেন (৪৫), ও কফিল উদ্দিন (৪০)।

[৫] এ ঘটনায় কফিল উদ্দিন (৪৫)কে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলেও পরে তার মৃত্যু হয়। তারা সম্পর্কে সহোদর ভাই। নিহত নায়েব আলী (৭৫) একই গ্রামের আব্বাস আলীর ছেলে। আহত দুজন হলেন একই গ্রামের অটোরিকশা চালক সাইফুল ইসলাম ও হারিছ উদ্দিন।

[৬] শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি ময়মনসিংহের পাগলা থানায় ঘটেছে। তাদের একজনকে শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে তার মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়