মমতাজুর রহমান: [২] বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। গত বুধবার রাত ১০ টায় সান্তাহার রেলওয়ে থানাধীন জয়পুরহাট ও পাঁচবিবি রেল স্টেশনের মাঝমাঝি স্থান থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
[৩] সান্তাহার রেলওয়ে থানা অফিসার ইনচার্জ ওসি সাকিউল আযম বলেন, বুধবার সন্ধার সময় যে কোন একটি ট্রেনে এই দুঘর্টনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।
[৪] খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ওই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তার পরনে আকাশি রংয়ের শার্ট ও লুঙ্গি ছিল। বৃহস্পতিবার সকালে মরদেহটি ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।