রাশিদুল ইসলাম : [২] পারস্য উপসাগরে ইরানি তেল চুরির মার্কিন প্রচেষ্টার বিস্তারিত ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। গতমাসে মার্কিন সেনারা ইরানের একটি তেল ট্যাংকার চুরি করে নিয়ে যাওয়ার অপচেষ্টা রুখে দেয় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। পারসটুডে
[৩] গত ২৫ অক্টোবর ওই ঘটনা ঘটলেও এর খবর ও ভিডিও ফুটেজ বুধবার প্রকাশ করে আইআরজিসি। ওমান সাগরে মার্কিন সেনারা ইরানের তেলবাহী একটি ট্যাংকার আটক করে এর তেল অন্য একটি ট্যাংকারে করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক এ সময় আইআরজিসি’র কমান্ডোরা হেলিবোর্নের সাহায্যে দ্বিতীয় ট্যাংকারটিতে অবতরণ করেন এবং এটির নিয়ন্ত্রণ গ্রহণ করে ইরান উপকূলের দিকে নিয়ে আসেন।
[৪] এ সময় প্রথমে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ারকে হস্তক্ষেপের চেষ্টা করতে দেখা যায় কিন্তু আইআরজিসি’র গানবোটগুলো ডেস্ট্রয়ারটির গতিরোধ করে। পুরো ঘটনা ইরানের যুদ্ধজাহাজ ও গানবোটগুলোতে থাকা ক্যামেরার পাশাপাশি আকাশে থাকা একাধিক ড্রোনের সাহায্যে ভিডিও করা হয়।
[৫] ঘটনাস্থলে উপস্থিত মার্কিন ডেস্ট্রয়ারটি একা আইআরজিসি’র সঙ্গে পেরে না উঠে আরো দু’টি যুদ্ধজাহাজকে তলব করে। এ সময় ইরানও ঘটনাস্থলে অতিরিক্ত যুদ্ধজাহাজ পাঠায়। দীর্ঘ ৬ ঘণ্টা ধরে সন্ত্রাসী মার্কিন সেনাদের সঙ্গে ইরানের কমান্ডোদের এই মুখোমুখি অবস্থান ও উত্তেজনা চলতে থাকে। শেষ পর্যন্ত মার্কিন সেনারা রণে ভঙ্গ দিয়ে তাদের ডেস্ট্রয়ারগুলো নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে আইআরজিসি’র সেনারা তেলবাহী ট্যাংকারটিকে ইরানের পানিসীমায় নিয়ে আসেন।
https://media.parstoday.com/video/4by7a8b4ebea7c1ytu9.mp4