শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২১, ০৯:১৯ সকাল
আপডেট : ০৪ নভেম্বর, ২০২১, ১১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৬ ঘণ্টা কমান্ডো অভিযানের পর ইরানের তেলচুরির মার্কিন প্রচেষ্টা ব্যর্থ (ভিডিও)

রাশিদুল ইসলাম : [২] পারস্য উপসাগরে ইরানি তেল চুরির মার্কিন প্রচেষ্টার বিস্তারিত ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। গতমাসে মার্কিন সেনারা ইরানের একটি তেল ট্যাংকার চুরি করে নিয়ে যাওয়ার অপচেষ্টা রুখে দেয় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। পারসটুডে

[৩] গত ২৫ অক্টোবর ওই ঘটনা ঘটলেও এর খবর ও ভিডিও ফুটেজ বুধবার প্রকাশ করে আইআরজিসি। ওমান সাগরে মার্কিন সেনারা ইরানের তেলবাহী একটি ট্যাংকার আটক করে এর তেল অন্য একটি ট্যাংকারে করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক এ সময় আইআরজিসি’র কমান্ডোরা হেলিবোর্নের সাহায্যে দ্বিতীয় ট্যাংকারটিতে অবতরণ করেন এবং এটির নিয়ন্ত্রণ গ্রহণ করে ইরান উপকূলের দিকে নিয়ে আসেন।

[৪] এ সময় প্রথমে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ারকে হস্তক্ষেপের চেষ্টা করতে দেখা যায় কিন্তু আইআরজিসি’র গানবোটগুলো ডেস্ট্রয়ারটির গতিরোধ করে। পুরো ঘটনা ইরানের যুদ্ধজাহাজ ও গানবোটগুলোতে থাকা ক্যামেরার পাশাপাশি আকাশে থাকা একাধিক ড্রোনের সাহায্যে ভিডিও করা হয়।

[৫] ঘটনাস্থলে উপস্থিত মার্কিন ডেস্ট্রয়ারটি একা আইআরজিসি’র সঙ্গে পেরে না উঠে আরো দু’টি যুদ্ধজাহাজকে তলব করে। এ সময় ইরানও ঘটনাস্থলে অতিরিক্ত যুদ্ধজাহাজ পাঠায়। দীর্ঘ ৬ ঘণ্টা ধরে সন্ত্রাসী মার্কিন সেনাদের সঙ্গে ইরানের কমান্ডোদের এই মুখোমুখি অবস্থান ও উত্তেজনা চলতে থাকে। শেষ পর্যন্ত মার্কিন সেনারা রণে ভঙ্গ দিয়ে তাদের ডেস্ট্রয়ারগুলো নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে আইআরজিসি’র সেনারা তেলবাহী ট্যাংকারটিকে ইরানের পানিসীমায় নিয়ে আসেন।

https://media.parstoday.com/video/4by7a8b4ebea7c1ytu9.mp4

  • সর্বশেষ
  • জনপ্রিয়