সুজন কৈরী: [২] বিকাশ প্রতারণার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মোবাইল ব্যাংকি প্রতিষ্ঠান বিকাশের কর্মকর্তা তানভীর সিরাজী ওরফে সিজারকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তানভীর টেরিটরি ম্যানেজার হিসেবে বিকাশে কর্মরত।
সিআইডি জানায়, তানভীরের সহয়তায় তথ্য পেয়ে বিকাশ প্রতারকরা বিভিন্ন অফারের কথা বলে গ্রাহকদের কাছ থেকে ওটিপি ও পাসওয়ার্ড নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
[৩] বুধবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি’র সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থার সিরিয়াস ক্রাইমের বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান।
[৪] তিনি বলেন, চলতি বছরের ৯ মার্চ টাঙ্গাইলের সখিপুর থানায় তানভীরের বিরুদ্ধে মামলা হয়। মামলার বাদী রাসেল ও তার পাশের দোকানদার চিত্তরঞ্জন টাঙ্গাইলের সখিপুরের তক্তারচালা বাজারের বিকাশ ব্যবসায়ী। তাদের বিকাশ এজেন্ট নম্বরে প্রতারকেরা ফোন দিয়ে নিজেদের বিকাশ কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন অফারের কথা বলে ওটিপি বা পিনকোড নম্বর নিয়ে মোট চার লাখ ৪৮ হাজার টাকা সেন্ড মানি করে হাতিয়ে নিয়েছে।
[৫] মুহাম্মদ সাইদুর রহমান বলেন, ওই মামলাটি সিআইডির সিরিয়াস ক্রাইম শাখা তদন্তের দায়িত্ব পায়। মামলাটি তদন্ত করতে গিয়ে প্রতারণার অভিযোগে বিকাশ প্রতারক চক্রের ছয়জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। তাদের মধ্যে তিনজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে এই কাজে বিকাশের টেরিটরি ম্যানেজার তানভীর জড়িত আছেন বলে তথ্য পাওয়া যায়। এরপর সিআইডির সিরিয়াস ক্রাইম শাখার একটি টিম মঙ্গলবার তানভীরকে টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত তানভীর গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর ৯ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে।
[৬] সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রেপ্তার তানভীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে অর্নাস এবং মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি ২০১২ সালে টেরিটরি ম্যানেজার হিসেবে বিকাশে যোগ দেন। এরপর বিভিন্ন সময় তিনি ঢাকা, নেত্রকোনা, গাজীপুর, কিশোরগঞ্জে কর্মরত থাকা অবস্থায় বিকাশ প্রতারকদের সঙ্গে তার পরিচয় হয়।
[৭] সংবাদ সম্মেলনে সিআইডি কর্মকর্তা মুহাম্মদ সাইদুর রহমান খান বলেন, এক পর্যায়ে টাকার বিনিময়ে বিকাশ এজেন্ট নম্বরে ফোন করে প্রতিষ্ঠানটির কর্মকর্তা পরিচয় দিয়ে তাদের বিভিন্ন অফারের কথা বলে ওটিপি, পাসওয়ার্ড হাতিয়ে নিতেন। এক পর্যায়ে তাদের সব টাকা সেন্ডমানি করে হাতিয়ে নিতেন। তানভীর একজন বিকাশ কর্মকর্তা হয়ে প্রতারকদের এই কাজে টাকার বিনিময়ে তথ্য সহযোগিতা করতেন বলে স্বীকার করেছেন। এমন প্রতারণার সঙ্গে জড়িত অন্য প্রতারকদের গ্রেপ্তারে সিআইডির অভিযান চলছে।