শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২১, ০৫:৩৯ সকাল
আপডেট : ০৩ নভেম্বর, ২০২১, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরবর্তী কপ-২৭ সম্মেলনের আয়োজক দেশ হতে পারে মিশর

আখিরুজ্জামান সোহান: [২] ২০২২ সালে বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-২৭) আয়োজন হতে যাচ্ছে মিশরে। সোমবার গ্লাসগোতে অনুষ্ঠিত কপ-২৬ শীর্ষ সম্মেলনে বক্তৃতায় দেশটির রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল সিসি আফ্রিকার দেশগুলোর প্রতিনিধি হিসেবে মিশরে কপ-২৭ আয়োজনের প্রস্তাব পেশ করেন। মিশর টুডে

[৩] দেশটির প্রসিদ্ধ শহর শারম আল শেখ শহরে সম্মেলনটি আয়োজনের পরামর্শ দিয়ে দেশটির পরিবেশ মন্ত্রী ইয়াসমিন ফুয়াদ বলেন, শহরটি প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে লজিস্টিক এবং প্রযুক্তিগত খাতে অনেকটাই এগিয়ে আছে। এছাড়া শহরটিতে ২০১৮ সালে জীববৈচিত্র্য সম্মেলনের ১৪ তম আসর আয়োজনের অভিজ্ঞতার কথাও বলেন তিনি।

[৪] শারম আল শেখ মিশরের সিনাই উপদ্বীপের দক্ষিণ তীরে অবস্থিত একটি শহর। বর্তমানে শহরটি মিশরের একটি গুরুত্বপূর্ণ ভ্রমণ কেন্দ্র এবং অবকাশযাপন কেন্দ্র। ইতিমধ্যে, ইউনেস্কো শারম আল শেখকে  সবচেয়ে আকর্ষনীয়, সুন্দর এবং শান্তিময় শহর হিসেবে চিহ্নিত করেছে।

[৫] গত ৩১ অক্টোবর স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হয়েছে এ বছরের কনফারেন্স অব দ্য পার্টিস (কপ-২৬)। এ জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন বিশ্বনেতারা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ সম্মেলনে অংশ নিয়েছেন।

[৬] কপ-২৬ এর এবারের প্রতিপাদ্য বিষয়ের একটি হলো, এ শতাব্দীর শেষে বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি যেন ১.৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি না হয়। পাশাপাশি, নেট-জিরো এনার্জি বিল্ডিংয়ের লক্ষ্য বাস্তবায়ন করতে হবে ২০৫০ সালের মধ্যে। সেজন্য ২০৩০ সালের মধ্যে প্রতিটি দেশ গ্যাস হাউজ গ্যাস নিঃসরণ কতটা কমাবে, সে লক্ষ্যমাত্রা ঠিক করে নিতে হবে এবারেই। এ লক্ষ্যমাত্রার নাম ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন বা এনডিসি। বাস্তবায়নও করতে হবে যথার্থভাবে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়