শিরোনাম
◈ একপাক্ষিক নির্বাচনের শঙ্কা জামায়াত- এনসিপির, কী বলছে ইসি? ◈ স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল (ভিডিও) ◈ এলপিজি নিয়ে সংকট: বৃহস্পতিবার থেকে বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ী সমিতির ◈ জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয় ◈ বি‌পিএল, সিলেট টাইটান্স‌কে হারিয়ে আবার শী‌র্ষে চট্টগ্রাম রয়‌্যালস ◈ ট্রাম্প ভেনেজুয়েলার যা করেছেন, চাইলে বাংলাদেশেও করুন, কিন্তু খেলোয়াড় কেন: জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ◈ এবার লিটন দাসের চুক্তিও বাতিল করল ভারতীয় প্রতিষ্ঠান! ◈ বড় বাজারে অর্ডার কম, নতুন বাজারেও ধাক্কা: পোশাক রফতানিতে চ্যালেঞ্জ ◈ এবারের নির্বাচন লাইনচ্যুত রেলকে লাইনে ফেরানোর চেষ্টা: নির্বাচন কমিশনার সানাউল্লাহ ◈ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২১, ০৫:৩৯ সকাল
আপডেট : ০৩ নভেম্বর, ২০২১, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরবর্তী কপ-২৭ সম্মেলনের আয়োজক দেশ হতে পারে মিশর

আখিরুজ্জামান সোহান: [২] ২০২২ সালে বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-২৭) আয়োজন হতে যাচ্ছে মিশরে। সোমবার গ্লাসগোতে অনুষ্ঠিত কপ-২৬ শীর্ষ সম্মেলনে বক্তৃতায় দেশটির রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল সিসি আফ্রিকার দেশগুলোর প্রতিনিধি হিসেবে মিশরে কপ-২৭ আয়োজনের প্রস্তাব পেশ করেন। মিশর টুডে

[৩] দেশটির প্রসিদ্ধ শহর শারম আল শেখ শহরে সম্মেলনটি আয়োজনের পরামর্শ দিয়ে দেশটির পরিবেশ মন্ত্রী ইয়াসমিন ফুয়াদ বলেন, শহরটি প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে লজিস্টিক এবং প্রযুক্তিগত খাতে অনেকটাই এগিয়ে আছে। এছাড়া শহরটিতে ২০১৮ সালে জীববৈচিত্র্য সম্মেলনের ১৪ তম আসর আয়োজনের অভিজ্ঞতার কথাও বলেন তিনি।

[৪] শারম আল শেখ মিশরের সিনাই উপদ্বীপের দক্ষিণ তীরে অবস্থিত একটি শহর। বর্তমানে শহরটি মিশরের একটি গুরুত্বপূর্ণ ভ্রমণ কেন্দ্র এবং অবকাশযাপন কেন্দ্র। ইতিমধ্যে, ইউনেস্কো শারম আল শেখকে  সবচেয়ে আকর্ষনীয়, সুন্দর এবং শান্তিময় শহর হিসেবে চিহ্নিত করেছে।

[৫] গত ৩১ অক্টোবর স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হয়েছে এ বছরের কনফারেন্স অব দ্য পার্টিস (কপ-২৬)। এ জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন বিশ্বনেতারা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ সম্মেলনে অংশ নিয়েছেন।

[৬] কপ-২৬ এর এবারের প্রতিপাদ্য বিষয়ের একটি হলো, এ শতাব্দীর শেষে বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি যেন ১.৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি না হয়। পাশাপাশি, নেট-জিরো এনার্জি বিল্ডিংয়ের লক্ষ্য বাস্তবায়ন করতে হবে ২০৫০ সালের মধ্যে। সেজন্য ২০৩০ সালের মধ্যে প্রতিটি দেশ গ্যাস হাউজ গ্যাস নিঃসরণ কতটা কমাবে, সে লক্ষ্যমাত্রা ঠিক করে নিতে হবে এবারেই। এ লক্ষ্যমাত্রার নাম ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন বা এনডিসি। বাস্তবায়নও করতে হবে যথার্থভাবে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়