রাশিদুল ইসলাম : [২] ইরান বলেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রমাণ করতে হবে যে, তার স্বাক্ষরের গ্রহণযোগ্যতা আছে এবং যে কেউ তার সই করা চুক্তি বাতিল করতে পারে না। পারসটুডে
[৩] বাইডেন সরকার ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার পর পরবর্তী মার্কিন প্রশাসন এই সমঝোতা থেকে আবার বেরিয়ে গেলে বর্তমান প্রশাসনের কিছু করার থাকবে না বলে বাইডেন যে দাবি করে আসছেন তার জবাবে তেহরান এ মন্তব্য করেছে।
[৪] রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ সোমবার টুইটারে বলেন ইরানের সঙ্গে যে চুক্তিই হোক না কেন তা সিনেটে পাস না হলে পরবর্তী রিপাবলিকান প্রেসিডেন্ট তা ছিঁড়ে ফেলবেন।
[৫] ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলছেন বাইডেনের দায়িত্ব, তার স্বাক্ষরের সত্যিই গুরুত্ব রয়েছে।