রাশিদুল ইসলাম : [২] ডেনিসন বিশ^যুদ্ধের সময়ে খেতাব অর্জন করেছিলেন এবং সেই সুন্দরী প্রতিযোগিতার পর মঞ্চে সাঁতারের পোশাক পরতে অস্বীকার করে চিরায়ত প্রথা ভেঙেছিলেন। তার বন্ধু ইভান মিলস জানান গত মাসে ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়িতে মারা যান ডেনিসন। সিএনএন
[৩] দি মিস আমেরিকা অর্গানাইজেশন তার মৃত্যুতে দুঃখ প্রকাশ করে বলেছে তার অনুপস্থিতি ভীষণভাবে অনুভব করার মত।
[৪] ডেনিসন ছিলেন অসংখ্য তরুণ-তরুণীর জন্যে অনুকরণীয়।
[৫] ১৯২৩ সালে ফ্লোরেন্সে জন্মগ্রহণ করেন ডেনিসন। তরুণ বয়সে তিনি তার পিতামাতার ওষুধ কোম্পানির শোতে নেচে গেয়ে অংশ নিতেন। টেক্সাসের মিস টাইলার প্রতিযোগিতার আগে তিনি সেক্রেটারি হিসাবে প্রশিক্ষণ নেন।