শিরোনাম
◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ ◈ মাঝরাতে কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ যেসব সুবিধা পান রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা  ◈ আইআরআই জরিপ: ইউনূস সরকারের প্রতি আস্থা অটুট, ৮০% বাংলাদেশি অবাধ–সুষ্ঠু নির্বাচনে আশাবাদী ◈ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোদির বার্তা: চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত ভারত ◈ খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার ◈ ইন্টার মিলা‌নের জয়, জোড়া গোল করে ইতিহাস লাউতারোর ◈ প্রাথমিক শিক্ষকদের মঙ্গলবারও কর্মবিরতি, হবে না বার্ষিক পরীক্ষা ◈ ২০২৬ থেকে বাধ্যতামূলক সিবিএমএস: বন্ড ব্যবস্থাপনায় পূর্ণ ডিজিটাল যুগে এনবিআর

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২১, ০৬:৩৩ বিকাল
আপডেট : ০১ নভেম্বর, ২০২১, ০৬:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রশিক্ষিত যুবকরাই এ দেশের চালিকা শক্তি. এমপি মানিক

নুর উদ্দিন: [২] ছাতক উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ছাতকে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, র‍্যালী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

[৩] সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে যুব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, প্রশিক্ষিত যুবকরাই এ দেশের চালিকা শক্তি। স্বাধীনতা সংগ্রামে ও দেশের যুবকদের অনেক অবদান রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যুব শক্তিকে স্বাবলম্বী করে কাজে লাগানোর জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এ দেশকে এগিয়ে নিতে দেশের যুবক -যুবতীদের কাজে লাগাতে হবে। ছাতকে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ নিয়ে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। এখানে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম প্রশংসনীয়।

[৪] উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রহমানের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের ক্রেডিট সুপার ভাইজার আসাদ উল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সন্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস। বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ প্রাপ্ত উপকার ভোগী সাদিকুর রহমান, মাও. হাবিবুর রহমান, আল আমিন, আলমগীর হোসেন, তানজিনা আক্তার সাদিয়া প্রমুখ।

[৫] সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ প্রাপ্ত ১০জন যুবক-যুবতীদের সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এর আগে জাতীয় যুব দিবস উপলক্ষে এক র‍্যালী অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়