মাসুদ আলম: [২] সোমবার (০১ নভেম্বর) সংবাদ সম্মেলনে ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম বলেন, রোববার রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে মো. রিমন ওরফে লিমন ও মহিউদ্দিন শিবলুকে গ্রেপ্তার করে ডিবি মতিঝিল বিভাগ। হত্যায় ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়।
[৩] তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। এর আগে আলমগীরের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেপ্তার করেছিলো। যার জন্য আলমগীরের ওপর তাদের ক্ষোভ ছিল। আর সেই ক্ষোভের কারণেই পরিকল্পিতভাবে তারা আলমগীরকে হত্যা করেছে।
[৪] মাহবুব বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা এবং রিমনের বিরুদ্ধেই বিভিন্ন আইনে ১৮ টি মামলা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি সোর্স নিজেই ব্যক্তিগত সুবিধা আদায়ে পরিচয় প্রকাশ করে নিজের নিরাপত্তা নিজেই বিঘ্নিত করে। তাদের সাধারণত পরিচয় গোপনের জন্য নির্দেশনা দেওয়া হয়। তারা অনেকেই সেটা মানেন, অনেকেই আবার মানেন না।