শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২১, ০৮:৫৩ রাত
আপডেট : ৩১ অক্টোবর, ২০২১, ০৮:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম বিমানবন্দরে পিসিআর মেশিন স্থাপনে সিসিসিআই সভাপতির চিঠি

শরীফ শাওন: [২] সংযুক্ত আরব আমিরাতে প্রায় ২৫ লাখ বাংলাদেশী প্রবাসী রয়েছে জানিয়ে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র (সিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম বলেন, এর মধ্যে প্রায় ৭৫ শতাংশ প্রবাসী বৃহত্তর চট্টগ্রামের। সংযুক্ত আরব আমিরাতের নতুন শর্ত মতে, ফ্লাইটের ৬ ঘন্টার মধ্যে বিমানবন্দর থেকে র‌্যাপিড পিসিআর টেস্ট করে করোনা নেগেটিভ রিপোর্ট প্রাপ্তদেরই কেবল তাদের দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়। প্রবাসীদের জন্য আমিরাত সরকারের নতুন নিয়মের কারণে চট্টগ্রামে আটকা পড়েছেন প্রায় এক লাখ প্রবাসী।

[৩] রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে পাঠানো পত্রে মাহবুবুল আলম এসব কথা বলেন। একইসঙ্গে প্রবাসীদের সংযুক্ত আরব আমিরাতে কাজে যোগদানে সহায়তার লক্ষ্যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অতি দ্রুত পিসিআর মেশিন স্থাপনের ব্যবস্থা গ্রহণের আহবান জানান।

[৪] পত্রে সিসিসিআই সভাপতি বলেন, শুরু থেকেই দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে র‌্যাপিড পিসিআর টেস্টের ব্যবস্থা করার দাবীর প্রেক্ষিতে দীর্ঘ প্রতীক্ষার পর অক্টোবরের প্রথমে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে কোভিড পিসিআর ল্যাব স্থাপন করা হয়।এরপর শুরু হয় ঢাকা-আমিরাত ফ্লাইট চলাচল।

[৫] প্রায় এক মাস পরও চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে পিসিআর ল্যাব স্থাপনে সময়ক্ষেপণের কারণে চট্টগ্রামের প্রবাসীরা ভোগান্তিতে পড়েছেন। ল্যাব স্থাপনে বিলম্বের ফলে খেসারত দিচ্ছেন এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করা দেশে এসে আটকে পড়া প্রবাসীরা। ইতোমধ্যে কিছু কিছু প্রবাসী ঢাকা বিমান বন্দর দিয়ে আমিরাত ফিরলেও বেশির ভাগ আটকে আছেন চট্টগ্রামে।

[৬] মাহবুবুল আলম জানান, ইতোমধ্যে স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর পরিদর্শন করে পিসিআর মেশিন স্থাপনে স্থান নির্বাচন করেছেন। তবে মেশিন স্থাপনে কালক্ষেপণ করা হলে প্রবাসীদের ভোগান্তি আরো বৃদ্ধি পাবে বলে তিনি উল্লেখ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়