নিজস্ব প্রতিবেদক: [২] বরিশালের পক্ষে ছয়ে নেমে সবাইকে ছাড়িয়ে যান সোহাগ গাজী। দারুণ এক সেঞ্চুরিতে জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের শুরুটা রাঙান তিনি। তাকে সঙ্গ দিয়ে হাফ সেঞ্চুরি পেয়েছেন সামসুল ইসলাম অনিক।
[৩] সব মিলিয়ে কক্সবাজারে রাজশাহী বিভাগের বিপক্ষে বরিশাল প্রথম দিনই তুলেছে ৭ উইকেটে ৩৬০ রান।
[৪] দেশের ক্রিকেট থেকে হারিয়ে যাওয়া এক নাম সোহাগ গাজী। টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট ও সেঞ্চুরির কীর্তি গড়া এ ক্রিকেটার টুকটাক উইকেট ও রান করেন। বরিশালের জার্সিতে আজ প্রথম শ্রেণির ক্রিকেটে নবম সেঞ্চুরি পেয়েছেন। অনেকটা ওয়ানডে স্টাইলে ব্যাটিং করেছেন এ ব্যাটসম্যান। ৯৫ বলে ১১৩ রান করেছেন ৫ চার ও ১০ ছক্কায়। ৮০ রানই তুলেছেন বাউন্ডারিতে। ৫৫ বলে পঞ্চাশ ছুঁয়েছিলেন তিনি। পরের ৩২ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। সম্পাদনা: রাহুল রাজ।