মাজহারুল ইসলাম: [২] ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে অভিযান চালিয়ে শনিবার সন্দেহভাজন ১০ বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। ঢাকা পোস্ট
[৩] স্থানীয় একটি গণমাধ্যম বলছে, আগরতলা থেকে একটি বাসে করে গুয়াহাটিতে প্রবেশের চেষ্টার সময় পুলিশ প্রথম চার বাংলাদেশিকে আটক করেছে। তারা ত্রিপুরা হয়ে আসামে প্রবেশের চেষ্টা করছিলেন। বাংলাদেশে সাম্প্রতিক হিন্দু মন্দিরে সহিংসতার ঘটনায় তারা জড়িত থাকতে পারেন ধারণা করছে পুলিশ।
[৪] পুলিশি জিজ্ঞাসাবাদে আটককৃতরা বলেছেন, এই চার বাংলাদেশি সিপাহিজালা জেলার হরিশপুর চা বাগান হয়ে ত্রিপুরায় প্রবেশ করেন। তারা হলেন, রাজশাহী জেলার বাসিন্দা রাকেশ শেখ, আসাদুল শেখ, সানা উল্লাহ এবং কশুর হুসেইন।
[৫] পৃথক অভিযানে চুরাইবারি পুলিশ আসাম-ত্রিপুরা সীমান্ত এলাকা থেকে ফাতেমা আখতার, আলেয়া বেগম, সাফেরা বেগম, নাজমা বেগম, সোহাইল গাফফার এবং আব্দুল গাফফার নামের আরও ছয় বাংলাদেশিকে আটক করে। তারা ত্রিপুরার ধর্মনগর থেকে আসামের গুয়াহাটি যাচ্ছিলেন।