মোহাম্মদ রকিব: [২] মমতার অভিযোগ, বিজেপির সঙ্গে সমঝোতা করে চলে কংগ্রেস। তাই কংগ্রেস যেভাবে কমছে, সেই হারেই টিআরপি বাড়ছে বিজেপির। আনন্দবাজার
[৩] তৃণমূলনেত্রী তিন দিনের গোয়া সফরের শেষ দিন শনিবার সকালে রাজধানী পানজিমের অদূরে ডোনা পওলার ইন্টারন্যাশনাল সেন্টারে সাংবাদিকদের এসব কথা বলেন। এনডিটিভি
[৪] ঘটনাচক্রে একই দিন গোয়ায় পা রাখছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি।
[৫] মমতা বলেন, কংগ্রেসের মতো করে বিজেপির বিরুদ্ধে লড়াই করার কথা ভাবছেন না তিনি। বরং শক্তি বাড়িয়ে আঞ্চলিক দলগুলিকে জোটবদ্ধ করে বিজেপিকে টক্কর দিতে চান।
[৬] তৃণমূলনেত্রী বলেন, দেশের জন্য বিজেপি চিন্তিত নয়। কৃষকরা প্রায় এক বছর ধরে রাস্তায় বসে আছে, বেকারত্বের হার আকাশ ছুঁয়েছে। সম্পাদনা: ফাহমিদুল কবির