শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২১, ০৫:৫৬ বিকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০২১, ০৫:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দীর্ঘদিন পর বিজ্ঞাপনচিত্র নির্মাণে আফজাল হোসেন

বিনোদন ডেস্ক: [২] অনেকদিন বন্ধ থাকার পর স্কুলগুলো খুলেছে আবার। কিন্তু করোনা তো পুরোপুরি নির্মূল হয়নি। তাই স্কুলে গিয়ে ছাত্র-ছাত্রীরা যেন করোনায় আক্রান্ত না হয় সেজন্য ‘নিরাপদ ইশকুলে ফিরি’ ক্যাম্পেইনের মাধ্যমে সচেতনতা বাড়াতে কাজ করছে সেভ দ্য চিলড্রেন। এরই অংশ হিসেবে ‘স্কুলের ঘন্টা বাজেরে’ শিরোনামে একটি টেলিভিশন বিজ্ঞাপন নির্মাণ করেছে সেভ দ্য চিলড্রেন।

[৩] বিজ্ঞাপনটিতে করোনার বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর বিভিন্ন বার্তা গানের তালে তালে পরিবেশন করেছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল ‘জলের গান’। বিজ্ঞাপনচিত্রে গানটি যেমন গেয়েছে জলের গান, তেমনি দারুন উৎসাহ উদ্দীপনার সঙ্গে কেরানীগঞ্জের শাক্তা সরকারী উচ্চ বিদ্যালয়ের একঝাক ছেলেমেয়েদের সঙ্গে অভিনয়ও করেছে দলটি। জলের গানের সঙ্গে অভিনয় করে স্কুলের ছোট ছোট ছেলে মেয়েরা মেতে উঠেছিল এক অন্যরকম আনন্দে।

[৪] এতোদিন ঘরবন্দী শিশুরা যেন মনের আনন্দে করোনা সচেতনতা মেনে স্কুল করতে পারে, তাই বিজ্ঞাপনটিতে গানের কথা লেখা হয়েছে শিশুদের মতই সহজ করে। গানটিতে অভিনয়ও করেছে শিশুরাই। শ্যুটিং চলাকালীন সময়ে স্বাস্থ্যবিধির দিকে খেয়াল রাখা হয়েছে, যেন কোন শিশু করোনা আক্রান্ত না হয়।

[৫] সেভ দ্য চিলড্রেন-এর ‘নিরাপদ ইশকুলে ফিরি’ ক্যাম্পেইনের অংশ হিসেবে ‘স্কুলের ঘন্টা বাজেরে’ শিরোনামে টেলিভিশন বিজ্ঞাপনটি নির্মাণ করেছে বিজ্ঞাপনী সংস্থা ‘মাত্রা’ এবং নির্দেশক হিসেবে কাজ করেছেন জনপ্রিয় অভিনেতা, নির্মাতা এবং মাত্রার ম্যানেজিং পার্টনার আফজাল হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়