শিরোনাম
◈ বাংলাদেশে নতুন উগ্রবাদী ঘাঁটি তৈরি করছে জামায়াত, মেডিকেল শিক্ষার্থীদের টার্গেট করছে সংগঠন: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্ধ বি‌লিয় ডলার ব‌্যয়ে গাজায় বিশাল সেনা-ঘাঁটি তৈ‌রির প‌রিকল্পনা  আ‌মে‌রিকার, হাজার হাজার সেনা পাঠানোর উদ্যোগ ◈ রাতভর সন্ত্রাসী‌দের তাণ্ডব, বৃহস্প‌তিবার লকডাউন রুখে দি‌তে প্রস্তুত পুলিশ, কী করবে আওয়ামী লীগ?  ◈ আওয়ামী লীগকে নিয়ে রাজনীতিতে ফের অস্থিরতা ◈ বাজি কেলেঙ্কারিতে তুর‌স্কে ১ হাজার ২৪ ফুটবলার নিষিদ্ধ ◈ ফ্রান্সকে হারিয়ে বিশ্বকা‌পে উগান্ডার ইতিহাস  ◈ ঢাকা-সহ আশপাশের জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ দ্বিতীয় দিনে ২.২ ওভার টিকল আয়ারল্যান্ড, ইনিংস শেষ ২৮৬ রানে ◈ ঢাকায় শীতের আগমন, তাপমাত্রা নেমে ২০ ডিগ্রি সেলসিয়াসে ◈ বাংলাদেশ চীন থেকে অস্ত্র কিনলেও নিষেধাজ্ঞার ভয় নেই: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২১, ০৫:৫৬ বিকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০২১, ০৫:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দীর্ঘদিন পর বিজ্ঞাপনচিত্র নির্মাণে আফজাল হোসেন

বিনোদন ডেস্ক: [২] অনেকদিন বন্ধ থাকার পর স্কুলগুলো খুলেছে আবার। কিন্তু করোনা তো পুরোপুরি নির্মূল হয়নি। তাই স্কুলে গিয়ে ছাত্র-ছাত্রীরা যেন করোনায় আক্রান্ত না হয় সেজন্য ‘নিরাপদ ইশকুলে ফিরি’ ক্যাম্পেইনের মাধ্যমে সচেতনতা বাড়াতে কাজ করছে সেভ দ্য চিলড্রেন। এরই অংশ হিসেবে ‘স্কুলের ঘন্টা বাজেরে’ শিরোনামে একটি টেলিভিশন বিজ্ঞাপন নির্মাণ করেছে সেভ দ্য চিলড্রেন।

[৩] বিজ্ঞাপনটিতে করোনার বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর বিভিন্ন বার্তা গানের তালে তালে পরিবেশন করেছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল ‘জলের গান’। বিজ্ঞাপনচিত্রে গানটি যেমন গেয়েছে জলের গান, তেমনি দারুন উৎসাহ উদ্দীপনার সঙ্গে কেরানীগঞ্জের শাক্তা সরকারী উচ্চ বিদ্যালয়ের একঝাক ছেলেমেয়েদের সঙ্গে অভিনয়ও করেছে দলটি। জলের গানের সঙ্গে অভিনয় করে স্কুলের ছোট ছোট ছেলে মেয়েরা মেতে উঠেছিল এক অন্যরকম আনন্দে।

[৪] এতোদিন ঘরবন্দী শিশুরা যেন মনের আনন্দে করোনা সচেতনতা মেনে স্কুল করতে পারে, তাই বিজ্ঞাপনটিতে গানের কথা লেখা হয়েছে শিশুদের মতই সহজ করে। গানটিতে অভিনয়ও করেছে শিশুরাই। শ্যুটিং চলাকালীন সময়ে স্বাস্থ্যবিধির দিকে খেয়াল রাখা হয়েছে, যেন কোন শিশু করোনা আক্রান্ত না হয়।

[৫] সেভ দ্য চিলড্রেন-এর ‘নিরাপদ ইশকুলে ফিরি’ ক্যাম্পেইনের অংশ হিসেবে ‘স্কুলের ঘন্টা বাজেরে’ শিরোনামে টেলিভিশন বিজ্ঞাপনটি নির্মাণ করেছে বিজ্ঞাপনী সংস্থা ‘মাত্রা’ এবং নির্দেশক হিসেবে কাজ করেছেন জনপ্রিয় অভিনেতা, নির্মাতা এবং মাত্রার ম্যানেজিং পার্টনার আফজাল হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়