শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও পক্ষ নেবে না : মার্কিন রাষ্ট্রদূত ◈ জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা ◈ শ্রমিক নেতা বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড ◈ খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে ভারতের রাজ্যসভা ◈ স্বর্ণের ভরি কি খুব শিগগিরই ৩ লাখ টাকা ছাড়াবে? ◈ টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে ভারতের সঙ্গে বিরোধে বাংলাদেশকে কেন সমর্থন দিচ্ছে পাকিস্তান? ◈ ২০২৯ সা‌লের ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী ব্রাজিল ◈ বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ: অসহিষ্ণু হয়ে উঠছে নির্বাচনি প্রচার ◈ জামায়াত হিন্দুদের জামাই আদরে রাখবে, একটা হিন্দুরও ভারতে যাওয়া লাগবে না : জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী (ভিডিও) ◈ মার্চে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ 

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২১, ০১:২২ দুপুর
আপডেট : ৩০ অক্টোবর, ২০২১, ০১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলঙ্কার লড়াই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার হাইভোল্টেজ ম্যাচ রাতে

স্পোর্টস ডেস্ক : [২] শনিবার (৩১ অক্টোবর) বিকেল চারটায় শারজায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। আর রাত আটটায় দুবাইয়ে ইংল্যান্ডের মুখোমুখি অস্ট্রেলিয়া।

[৩] প্রথম রাউন্ডে নামিবিয়া, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডসের সঙ্গে দাপুটে জয় দিয়ে দ্বিতীয় পর্বে টাইগার বধ। বেশ কয়েক বছর ধরে টি-টোয়েন্টিতে ধুকতে থাকা লঙ্কানরা পুরোনো রূপে ফিরে আসার বার্তা দেয় টানা চার ম্যাচ জিতে। কিন্তু তারপরই ছন্দপতন। অস্ট্রেলিয়ার সামনে এসে অনেকটাই টালমাটাল শানাকা বাহিনী।

[৪] দ্বিতীয় পর্বের তৃতীয় ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হবে প্রোটিয়ারা। অস্ট্রেলিয়ার কাছে প্রথম ম্যাচে হারের পর বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ৮ উইকেটের জয়ে প্রোটিয়ারা শক্তির জানান দিয়েছে ভালো করেই।
[৫] দুই পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় সাউথ আফ্রিকা। তারপরই আছে লঙ্কানরা। তাদের পয়েন্টও সমান। তবে নেট রান রেটে পিছিয়ে জয়সুরিয়ার উত্তরসূরিরা। তাই জিতলেই টেবিলের উপরের দিকে উঠার সুযোগ রয়েছে দুদলের সামনে।

[৬] দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি টেবিলের শীর্ষ দুই দল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ৫৫ রানে গুটিয়ে দেয়ার পর বাংলাদেশের সঙ্গে আট উইকেটের দাপুটে জয় ইংলিশদের রেখেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। সেই শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখতেই মাঠে নামবে মরগান বাহিনী। তবে অস্ট্রেলিয়াও চাইবে ইংলিশদের হটিয়ে শীর্ষস্থান দখল করতে। সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে সহজ জয় নিয়ে, অনেকটাই নির্ভার ফিঞ্চ বাহিনী। সেই ধারা অব্যাহত রেখে শিরোপার দ্বারপ্রান্তে যেতে চাইবে ২০১০ এর রানার আপরা। - ক্রিকইনফো/ আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়