শিরোনাম
◈ কড়াইলের ভয়াবহ আগুনে নিঃস্ব পরিবারগুলোকে সহায়তার আশ্বাস প্রধান উপদেষ্টার ◈ আমি বাংলাদেশিদের মতো কথা বলছি, ক্ষমতা থাকলে গ্রেপ্তার করুন, ভারতবর্ষ নাড়িয়ে দেবো ◈ বাংলা‌দেশও পা‌রে সাফ‌ল্যের স‌ঙ্গে বিশ্বকাপ আ‌য়োজন কর‌তে, প্রমাণ কর‌লো কাবা‌ডি ফেডা‌রেশন ◈ শব্দ দূষণ বন্ধে সরকার কঠোর: নীরব এলাকায় নির্বাচনি মাইক সম্পূর্ণ নিষিদ্ধ ◈ লাইভস্ট্রিমে সাহায্য চাওয়া নিয়ে দুবাই রাজপরিবারের সদস্যের সাবেক স্ত্রীর গ্রেপ্তার আশঙ্কা ◈ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে হেসে খেলে হারা‌লো চেলসি ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি ১৫ ফেব্রুয়ারি ◈ কিছুতেই থামছে না গণপিটুনি, মৃত্যুতে বাড়ছে উদ্বেগ! ◈ ২০৩০ সালের কমনওয়েলথ গেমস ভারতেই? বুধবার ঘোষণা হ‌বে আ‌য়োজ‌কের নাম ◈ অগ্রণী ব‌্যাং‌কের ভ‌ল্টে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণালংকার 

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২১, ০৩:০৮ দুপুর
আপডেট : ২৮ অক্টোবর, ২০২১, ০৩:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারাদেশে গণটিকা নিতে মানুষের ভিড়

খালিদ আহমেদ: [২] সারাদেশে চলছে গণটিকাদান কর্মসূচীর দ্বিতীয় ডোজ টিকাদান কর্মসূচী। রাজধানী ঢাকার দুই সিটি করপারেশন এলাকার ১৩২টি কেন্দ্রে গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে আজ। নগরীর বিভিন্ন টিকাকেন্দ্র টিকা নিতে আসা মানুষের ভিড় দেখা গেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছেন নগরবাসী।

[৩] বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে খিলগাঁও ৩২৫, দক্ষিণ গোড়ান নগর স্বাস্থ্যকেন্দ্র-২-এ গিয়ে মানুষের ভিড় দেখা যায়। লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছে মানুষ। সেখানে কোথাও কোনও বিশৃঙ্খলা দেখা যায়নি।

[৪] একই চিত্র দেখা গেছে সিপাহীবাগের নগর স্বাস্থ্যকেন্দ্রে। এই কেন্দ্রেও মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। সিটি করপোরেশন জানিয়েছে, যারা প্রথম ডোজ নিয়েছেন তাদের আজ তারাই দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে।

[৫] অপরদিকে, উত্তর সিটির ৫৪টি কেন্দ্রের পাশাপাশি আরও তিনটি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। প্রতিটি কেন্দ্রে এক হাজার মানুষকে টিকা দেওয়া হবে। সকাল ৮টা থেকে কেন্দ্রগুলোতে টিকা দেওয়া শুরু হয়েছে।

[৬] এদিকে খুলনা সিটি করপোরেশন এর ৩১টি ওয়ার্ড এবং জেলার ৯টি উপজেলার প্রতিটি ওয়ার্ডে গণটিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে। টিকা নিতে আসা নারী এবং পুরুষ স্বাচ্ছন্দ্যেই টিকা নিতে পারছেন। জেলায় গণটিকার আওতায় নেয়া প্রথম ডোজের ১ লাখ ৪২ হাজার ব্যক্তি দ্বিতীয় ডোজ নিতে পারবেন। সিনোফার্মার এই দ্বিতীয় ডোজের টিকা পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

[৭] রাজশাহীতে সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত চলবে এ টিকার কার্যক্রম। রাজশাহীর সিভির্ল সার্জন ডা. কাইয়ুম তালুকদার জানান, রাজশাহী জেলা ও মহানগরীতে এদিন এক লাখ ৪৫ হাজার টিকা প্রদান করা হবে। এর মধ্যে জেলায় এক লাখ ২৫ হাজার ও মহানগরীতে ২০ হাজার টিকা দেওয়া করা হবে।

[৮] বরিশালে যথারীতি সকাল নয়টা থেকে করোনা টিকা ক্যাম্পেইন কার্যক্রম শুরু হয়েছে। জেলায় এই টিকা কার্যক্রমের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দেড় লাখ। লক্ষ্যমাত্রা অর্জন করতে প্রয়োজনে বিকেল পাঁচটা নয় সন্ধ্যা অবধি টিকা দেয়া হবে বলে জানিয়েছে সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন। জেলার ৯টি উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, সদর উপজেলার স্থায়ী কেন্দ্র এবং ইউনিয়ন পর্যায় মিলিয়ে ৮৭টি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে।

[৯] গাজীপুরে গণটিকাদানের ২য় ডোজ প্রদান সকাল থেকে শুরু হয়েছে। দিনব্যাপী এই কর্মসূচিতে ১ লাখ ৯৭ হাজার ডোজ টিকা দেওয়া হবে। গাজীপুরের সিভিল সার্জন ডাক্তার মো. খায়রুজ্জামান জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের ১০৯টি কেন্দ্র ও জেলার ৫টি উপজেলার প্রতিটি ইউনিয়নে তিনটি করে কেন্দ্রে এই টিকাদান কর্মসূচি চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়