হ্যাপি আক্তার: [২] প্রায় ১০ বছর পর আবার বড়পর্দায় অ্যাকশন এবং রোমান্সের সুপার সিরিজের ঝলক নিয়ে আসছে বলিউডের সুপারহিরো ‘কৃষ’ খ্যাত হৃতিক রোশন। মিলতে চলেছে। ‘কৃষ’ চরিত্র দিয়ে ছোট-বড় সবার মনে জায়গা করে নিয়েছেন হৃতিক রোশন। এরই মধ্যে তিনটি কিস্তি মুক্তি পেয়েছে এই সিরিজ। বাঙালী ইন্ডিয়া
[৩] এবার আসছে ‘কৃষ ৪’। ছবিটির সবচেয়ে বড় নতুন চমক হলো এতে গান গাইবেন হৃতিক। এই খবরটি ‘কৃষ’ ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
[৪] রাকেশ রোশন যথারীতি এটি পরিচালনা করবেন। পরিচালক এই মুহূর্তে ছবিটির চিত্রনাট্য পর্যালোচনা করছেন, যা এরইমধ্যে লেখা হয়েছে। বরাবরই রাকেশ রোশন তার চলচ্চিত্রে সংগীতকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। শ্রুতিমধুর গানের জন্য তার ছবিগুলোর সুনাম রয়েছে। এবারেও তিনি কিছু গান নিয়ে আসতে চাইছেন যা সবার মনে দাগ কাটবে। তারই একটি অংশ হিসেবে ছেলেকে দিয়ে গাওয়াবেন একটি গান।
[৫] সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, সিনেমায় যেকোনও একটি গান গাইতে চলেছেন হৃত্বিক রোশন। আশা করছি এটি ভাল গান হবে। হৃতিক রোশন এর আগে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবিতে ‘সেনোরিটা’ গানে কণ্ঠ দিয়েছে। সে ‘কাইটস’ ছবির টাইটেল ট্র্যাক গেয়েছে। সেগুলো সবার মন জয় করেছে। আশা করছি আরও একবার নিজের সংগীত প্রতিভার প্রমাণ দেবে হৃতিক।’ যদিও এখনও মিউজিক নিয়ে কাজ শুরু হয়নি। স্ক্রিপ্টের কাজ শেষ হলেই গানটি দিয়ে কাজ করবেন।
[৬] লকডাউন চলাকালীন হৃতিক রোশন তার পিয়ানো বাজানো এবং গান উপভোগ করার ভিডিও শেয়ার করেছিলেন। দেখে মনে হচ্ছে অভিনেতা তার নতুন গানের জন্য প্রস্তুত। শেষ কিস্তি ‘কৃষ ৩’ ২০১৩ সালে মুক্তি পায়। সেখানে হৃতিকের পাশাপাশি প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানাউত এবং বিবেক ওবেরয়কে দেখা গিয়েছিলো।
[৭] প্রসঙ্গত, ছবিতে অন্যান্য অভিনেতা কিংবা অভিনেত্রী প্রসঙ্গে তেমন কিছুই জানা যায়নি। তবে এর আগে প্রিয়াঙ্কা চোপড়া থেকে কঙ্গনা রানাওয়াত এবং বিবেক ওবেরয় তথা প্রীতি জিনতাকেও কৃশ এর অন্যান্য ছবিতে দেখা গেছে। হৃত্বিক নিজেও কৃশ এর ১৫ বছর উপলক্ষে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেই ইঙ্গিত দিয়েছিলেন বটে। ক্যাপশনে লেখেন, ‘ অতীত ঘুচে গেছে এখন ভবিষ্যত্ কি দেখায় তারই অপেক্ষায়।