শিরোনাম
◈ এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি ◈ সিম বদল, বাসা বদল, চেহারা পরিবর্তন: আট মাস যেভাবে পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে বিদেশিদের ভিসা প্রদানে বিশেষ নির্দেশনা জারি ◈ মানিকগঞ্জে হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, কারাগারে ২ আনসার সদস্য (ভিডিও) ◈ মৃত্যুদণ্ডাদেশের রায়ে ট্রাইব্যুনাল: শেখ হাসিনা খুব সহজেই আন্দোলনের অবসান ঘটাতে পারতেন  ◈ পুলিশকে কুপিয়ে আসামি ছিনিয়ে নিল হামলাকারীরা, আহত ৫ পুলিশ সদস্য ◈ রিকশা–ভ্যান–অটোচালকদের কষ্টের কথা শুনলেন তারেক রহমান ◈ ‘সহায়তা আসছে, বিক্ষোভ চালিয়ে যান,’ ইরানিদের উদ্দেশ্যে বললেন ট্রাম্প ◈ নির্বাচন ও গুম তদন্ত ইস্যুতে জাতিসংঘের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা, চাইলেন সহায়তা ◈ বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২১, ০৮:১৪ সকাল
আপডেট : ২৮ অক্টোবর, ২০২১, ০১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীর বেগমগঞ্জে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

হ্যাপি আক্তার, অহিদ মুুকুল: [২] জেলার বেগমগঞ্জে আওয়ামী লীগ নেতা ও পরিবহন কাউন্টার মালিক আবু ছায়িদ ভুঁইয়া রিপনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সাথে থাকা আড়াই লাখ টাকা লুট করে নিয়ে যায় তারা।

[৩] বৃহস্পতিবার সকাল ৬টার দিকে পুলিশ নিহতের বাড়ির সংলগ্ন বারির হাট সংলগ্ন বাদি গাছতলা নামক এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত আবু ছায়িদ মিরওয়ারিশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।

[৪] এর আগে বুধবার রাত আনুমানিক ২ থেকে ৩টার মধ্যে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে তার বাড়ির ১০০ গজ আগে মরদেহ ফেলে যায়। তবে তাৎক্ষণিক পুলিশ এবং নিহতের পরিবার এ হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি।

[৫] নিহতের ছেলে ইমরান হোসেন জানান, আজ সকালে আমার অসুস্থ চাচার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার কথা ছিল। তার চিকিৎসার আড়াই লাখ টাকা বাবার সাথে ছিল। ওই টাকাও সন্ত্রাসীরা লুটে নেয়।

[৬] বেগমগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি জানান, রিপন বেগমগঞ্জের চৌরাস্তার বাস কাউন্টার থেকে গভীর রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। অজ্ঞাত দুর্বৃত্তরা প্রথমে চলন্ত মোটরসাইকেলে থাকা অবস্থায় তার মাথায় কোপ দেয়। পরে রিপন মোটরসাইকেল থেকে পড়ে গেলে বাম পায়ে কুপিয়ে পায়ের রগ কেটে হত্যা করে চলে যায়।

[৭] সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। সন্দেহজনক হত্যাকারীদের ধরতে মাঠে কাজ করছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়