শিরোনাম
◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২১, ০৮:১৪ সকাল
আপডেট : ২৮ অক্টোবর, ২০২১, ০১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীর বেগমগঞ্জে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

হ্যাপি আক্তার, অহিদ মুুকুল: [২] জেলার বেগমগঞ্জে আওয়ামী লীগ নেতা ও পরিবহন কাউন্টার মালিক আবু ছায়িদ ভুঁইয়া রিপনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সাথে থাকা আড়াই লাখ টাকা লুট করে নিয়ে যায় তারা।

[৩] বৃহস্পতিবার সকাল ৬টার দিকে পুলিশ নিহতের বাড়ির সংলগ্ন বারির হাট সংলগ্ন বাদি গাছতলা নামক এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত আবু ছায়িদ মিরওয়ারিশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।

[৪] এর আগে বুধবার রাত আনুমানিক ২ থেকে ৩টার মধ্যে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে তার বাড়ির ১০০ গজ আগে মরদেহ ফেলে যায়। তবে তাৎক্ষণিক পুলিশ এবং নিহতের পরিবার এ হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি।

[৫] নিহতের ছেলে ইমরান হোসেন জানান, আজ সকালে আমার অসুস্থ চাচার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার কথা ছিল। তার চিকিৎসার আড়াই লাখ টাকা বাবার সাথে ছিল। ওই টাকাও সন্ত্রাসীরা লুটে নেয়।

[৬] বেগমগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি জানান, রিপন বেগমগঞ্জের চৌরাস্তার বাস কাউন্টার থেকে গভীর রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। অজ্ঞাত দুর্বৃত্তরা প্রথমে চলন্ত মোটরসাইকেলে থাকা অবস্থায় তার মাথায় কোপ দেয়। পরে রিপন মোটরসাইকেল থেকে পড়ে গেলে বাম পায়ে কুপিয়ে পায়ের রগ কেটে হত্যা করে চলে যায়।

[৭] সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। সন্দেহজনক হত্যাকারীদের ধরতে মাঠে কাজ করছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়