শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২১, ০৮:০৩ সকাল
আপডেট : ২৮ অক্টোবর, ২০২১, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউটিউবে ছোট ভিডিও প্ল্যাটফর্মের দরজা খুলছে

রাশিদুল ইসলাম : [২] ছোট ভিডিও-র প্ল্যাটফর্ম হিসেবে জনপ্রিয় টিকটিক। ২০১৮ সালে জন্ম নেওয়া টিকটক মুহূর্তে জনপ্রিয় হয়ে যায় মানুষের মনে। বিশেষত তরুণ প্রজন্মের কাছে। ২০২০ সালের রিপোর্টে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপের তালিকায় শীর্ষে উঠে আসে টিকটিক। ফেসবুক ও গুগলের মতো সংস্থাকে পিছনে ফেলে এগিয়ে যায় এই টিকটিক। দি ওয়াল

[৩] ছোট ভিডিওর জনপ্রিয়তা দেখে ফেসবুক ও গুগলও ইনস্টাগ্রাম ও ইউটিউবে নিয়ে আসে রিল ও শর্টস। ধীরে ধীরে টিকটিকের জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিতে থাকে এই দুই প্ল্যাটফর্মও। যখন টিকটিককে ভারত সরকারের মতো বহু দেশ বাতিলের খাতায় ঠেলে দেয় তখন রিল ও শর্টস তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।

[৪] এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে নতুন এক নাম। ‘নিউ টু ইউ’ নামে একটি আধুনিক ও আকর্ষণীয় ছোট ভিডিও বানানোর প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের জন্য ইউটিউবে নিয়ে আসল গুগল। এই নতুন প্ল্যাটফর্মটি মোবাইলের পাশাপাশি কম্পিউটার ও টিভিতেও পাওয়া যাবে।

[৫] ইউটিউবের কমিউনিটি ম্যানেজার মিগানের কথায়, “আমরা আগেই বলেছিলাম আপনাদের সুপারিশে আমরা নতুন কিছুর সন্ধানে ছিলাম। আশা করি এই নতুন প্ল্যাটফর্মটি অন্যান্য প্ল্যাটফর্মের থেকে একেবারেই নতুন। যা নতুন ব্যবহারকারীকে আরও বেশি আকর্ষণ করবে।”

[৬] ইউটিউবের হোমপেজের মাথাতেই আপনি পাবেন ‘নিউ টু ইউ’ ট্যাবটি। তবে মনে রাখতে হবে, ইউটিউবে সাইন ইন করার পরেই আপনি এই প্ল্যাটফর্মটির সঙ্গে যুক্ত হতে পারবেন। রিপোর্ট অনুযায়ী, প্রতিমাসে ২৩০ কোটির বেশি মানুষ ইউটিউব সার্চ করে গুগলে। ইউটিউবের সবচেয়ে বড় বাজার আছে ভারতে। সাড়ে ২২ কোটি মানুষ ইউটিউব ব্যবহার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়