শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২১, ০১:০৫ রাত
আপডেট : ২৮ অক্টোবর, ২০২১, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারে সাবেক ছাত্রলীগ নেতাসহ গুলিবিদ্ধ ২

আয়াছ রনি: [২] কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভিপতি মোনাফ সিকদারকে গুলি করেছে দুবৃর্ত্তরা। এ ঘটনায় তারেক নামের আরও একজন পথচারী গুলিবিদ্ধ হয়েছে।

[৩] ২৭অক্টোবর বুধবার রাত সাড়ে ৯টার দিকে কলাতলীর সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।

[৪] প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শহরের পেশকার পাড়ার সাহাব উদ্দিন সিকদারের পুত্র জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বর্তমানে যুবলীগ নেতা মোনাফ সিকদার প্রতিদিনের ন্যায় সুগন্ধা পয়েন্টে শুটকী মার্কেটে মোটর সাইকেল নিয়ে আসে। এই মার্কেট নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।

[৫] ২৭ অক্টোবর বুধবার রাত ৯টার দিকে একজন দুর্বৃত্ত এসে মোনাফ সিকদারকে গুলি করে পালিয়ে যায়। গুলি মোনাফ সিকদারের পেট ছিদ্র করে বের হয়ে পিএমখালীর ছনখোলা এলাকার গিয়াস উদ্দিনের পুত্র মো. তারেক নামের পথচারীর গায়ে লাগে। এতে দুজনই মাটিতে লুটিয়ে যায়। এসময় আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। মোনাফ সিকদারের অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়।

[৬] প্রত্যক্ষদর্শী বেলাল হোসেন রনি বলেন, মোনাফ সিকদার মোটর সাইকেল থেকে নামার সঙ্গে সঙ্গে অজ্ঞাত এক যুবক তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। এছাড়াও আশে-পাশে কয়েক রাউন্ড গুলি চালায় সে। তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হয়ত আশপাশের সিসিটিভি ক্যামরা চেক করলে তাকে চিহ্নিত করা যাবে।

[৭] কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ শাহীন আবদুর রহমান জানান, তার শরীরে গুলির চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্রগ্রামে রেফার করা হয়েছে।

[৮] কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপরাধীদের আটকে অভিযান চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়