নারায়ণগঞ্জ প্রতিনিধি : [২] পৃথক তিনটি স্থানে মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ এক মোটনসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর একজন। নিহতরা হলেন- জাহান আরা বেগম (৪৮), ৭০ বছর বয়স্ক অজ্ঞাত নারী ও মোটরসাইকেল আরোহী শোয়াইব (২০)।
[৩] জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা কারাগারের সামনে রাস্তা পারাপারের সময় জাহান আরা বেগম (৪৮) নামক এক নারী পিকআপ ভ্যানের চাপায় নিহত হয়। এসময় পিকআপভ্যান ফেলে চালক পালিয়ে যায়।
[৪] একই রাতে ৪টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইগড় কড়ইতলা এলাকায় অজ্ঞাত এক গাড়ি চাপায় ৭০ বছর বয়স্ক এক নারী নিহত হয়েছে। তাৎক্ষনিক কেউ তার নাম পরিচয় বলতে পারেনি।
[৫] এর আগে রাত সাড়ে আটটার দিকে ফতুল্লার কাশিপুরে বাস চাপায় শোয়াইব (২০) নামক এক মোটর সাইকেল আরোহী নিহতসহ আহত হয়েছেন অপর একজন।
[৬] ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান,পৃথক সড়ক দূর্ঘটনায় দুই নারীসহ ৩জনের মৃতদেহ ময়না তদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। ময়না তদন্ত শেষে মরাদেহ গুলো তাদের পরিবারের কাছে হস্থান্তর করা হবে।