শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ০২:৩২ দুপুর
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ০২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহমুদুল্লাহ রিয়াদের উদ্দেশ্যে খোলা পোস্ট: কেউ জবাবদিহিতার উর্ধে নয়

এ বি এম কামরুল হাসান: আমি ক্রিকেট বোদ্ধা নই। ক্রিকেট যোদ্ধাও নই। তবে একজন রেমিটেন্স যোদ্ধা। বাংলাদেশ ক্রিকেটের একজন ভক্ত, নিয়মিত দর্শক। যে বিষয়টি নিয়ে আজ লিখছি, তার জন্য আমাকে ক্রিকেট বোদ্ধা হবার প্রয়োজন নেই। একজন সাধারণ নাগরিক হলেই হয়।

ঘটনার সূত্রপাত টি-২০ বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম খেলায় স্কটল্যান্ডের সাথে পরাজয়ের পর থেকেই। বিসিবি বস বললেন, ওই খেলায় আপনাদের প্ল্যান, অ্যাপ্রোচ আর অ্যাটিচুড তাঁর পছন্দ হয়নি। উনি কোটি কোটি দর্শকের মনের কথা বলেছেন। আপনি প্রতিক্রিয়া জানালেন, আপনারাও মানুষ। বস পাপন তার যথার্থ উত্তরও দিয়েছেন। আপনাদের মতন সারা দেশের মানুষও মানুষ। আপনার সহযোদ্ধা মুশফিক আয়নাতত্ত্ব দিয়েছেন। সমালোচনাকারীদের আয়নায় নিজেদের মুখ দেখার পরামর্শ দিয়েছেন। বলেছেন, তাঁরা দেশের জন্য খেলেন। আপনারা দেশের জন্য খেলেন। আমরা সবাই দেশের জন্য করি। যে যার অবস্থান থেকে দেশের জন্য করি। একজন রেমিটেন্স যোদ্ধা মুশফিকের মন্তব্যের উত্তর দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। "আমিও দেশের জন্য খেলি, আপনি ব্যাট বলে আর আমি মাথার ঘাম পায়ে ফেলে। আপনারা যেমন পেইন কিলার খেয়ে খেলেন, আর আমরা প্রবাসিরা পেইন কিলার তো দূরের কথা, ভাতটাই সময় মত খেতে পারি না।"

প্রিয় ক্রিকেট যোদ্ধা রিয়াদ, খেলায় জয় পরাজয় থাকে। একদল জিতবে, আরেকদল হারবে। এটাই খেলা। এটা মেনে নিয়েই দর্শকরা খেলা দেখতে বসে। আপনার নেতৃত্বে বাংলাদেশ নিকট অতীতে ভালোই করছে, মাঝে মাঝে। নেতৃত্ব নিয়ে কিছু বলছি না। সেটা বলবে ক্রিকেট বোদ্ধারা। আম জনতা হিসাবে আমি বলছি, আপনাদের সহনশীলতা আর জবাবদিহিতা নিয়ে। ইদানিং আপনাদের মধ্যে এদুটোর অভাব লক্ষণীয়।

আপনাদের ভুলে গেলে চলবে না, আপনারা বিনে পয়সায় খেলেন না। আপনারা চাকুরি করেন। তার জন্য মাইনে পান। বঙ্গবন্ধুর ভাষায় বলতে হয়, "আপনার মাইনে দেয় ওই গরিব কৃষক, আপনার মাইনে দেয় ওই গরিব শ্রমিক, আপনার সংসার চলে ওই টাকায়.....ওদের সম্মান করে কথা বলেন, ওদের ইজ্জত করে কথা বলেন। ওরাই মালিক।"

যাদের টাকায় আপনাদের মাইনে হয়, তাদের চেহারা সেদিন সারজাতে দেখেছেন কিনা জানিনা। আমরা যারা টিভির দর্শক, তাঁরা তাদের মুখগুলো সাত হাজার কিলোমিটার দূর থেকেও দেখেছি। চিনেছি। এক যুগ পরবাসী হবার সুযোগে বুঝেছি, এরা তারাই । একদিন কাজ না করলে যাদের খাওয়া জুটে না। এই তারাই কাজ বাদ দিয়ে স্টেডিয়ামে গেছে খেলা দেখতে। সোশ্যাল মিডিয়াতে বলতে শুনেছি তাঁরা অনেক দূর থেকে এসেছে। কেউ কেউ দশ গুন দামে টিকেট কিনেছে। কেউ বলছে, আজ কাজ ফাঁকি দেয়ার জন্য চাকুরিও চলে যেতে পারে। তাঁরা সমালোচনা করছেন। দেশে যাঁরা কৃষক, শ্রমিক, করদাতা- তাঁরা সমালোচনা করছেন। তাঁদের মনের কথা বস পাপন বলছেন। আর আপনার সহকর্মীরা সমালোচনাকারীদের আয়নাতত্ত্ব দিচ্ছেন। জবাবদিহিতার বালাই নেই।

জবাবদিহিতার উর্ধে কেউ নন। যাদের বেতন হয় কৃষক, শ্রমিক, করদাতা আর রেমিটেন্সযোদ্ধার টাকায়, তাঁরা তো উর্দ্ধে নয়ই। তাই বলছি, সহনশীল হন। নিজেদের মধ্যে জবাবদিহিতার মানসিকতা তৈরি করুন। আপনার আরেক সহকর্মী লিটন, দুটি সহজ ক্যাচ ধরতে পারেনি। ক্রিকেটের এমন বিশ্ব আসরে এমন সহজ ক্যাচ মিস হলে সমালোচনা তো হবেই। এসবের জন্য আয়না তত্ত্ব, আমরাও মানুষ, ভুল তো হয়, দেশের জন্য আমরাই খেলি, সে অভিজ্ঞ ফিল্ডার- এসব না বলে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে আমি মনে করি।

আমি প্রথমেই বলেছি, আমি একজন রেমিটেন্স যোদ্ধা। পেশা চিকিৎসক। আমি যত বড় ফিল্ডারই (চিকিৎসক) হই না কেন, দেশের কোন স্বাস্থ্য কমপ্লেক্সে যদি দুটা ক্যাচ (জীবন) মিস করতাম তাহলে কিল, ঘুষি, লাঠি, লাথি- একটাও কি মাটিতে পড়তো ? এমনটি হলে আপনি বা আপনার বর্তমান, প্রাক্তন সহকর্মীরা কি আমাকে ক্ষমা করতেন ? শুকরিয়া, আপনাদের ক্ষেত্রে এমনটি হচ্ছে না। শুধুই সমালোচনা হচ্ছে। এসব সমালোচনা মেনে নিয়ে তার জবাব নিজের কাজের মাধ্যমে দেয়ার মানসিকতা গড়ে তুলুন। পেশাদারিত্ব দিয়ে সব সমালোচনা মোকাবিলা করুন । সামনের দিনগুলোতে আপনাদের ইনজুরিমুক্ত সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করছি। লেখকঃ প্রবাসি চিকিৎসক, কলামিস্ট (ফেসবুক থেকে)

  • সর্বশেষ
  • জনপ্রিয়