শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ০১:৫৬ দুপুর
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ০১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কয়রায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডাররের পর আরো অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

শেখ সেকেন্দার: [২] খুলনার কয়রায় একই পরিবারের বাবা-মা ও মেয়েকে কুপিয়ে হত্যাকাণ্ডের রহস্য জের কাটতে না কাটতেই নদীর চরে ফের অজ্ঞাত ব্যক্তির লাশের সন্ধান মিলেছে।

[৩] বুধবার (২৭ অক্টোবর) সকালে সুন্দরবন সংলগ্ন উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ী নদীর চর থেকে অজ্ঞাত পরিচয় আরো এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সকালে নদীতে মাছ ধরতে গিয়ে কয়েকজন জেলে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

[৪] অন্যদিকে, চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে। নিহত হাবিবুল্লাহ গাজীর মা কোহিনুর খানম বাদী হয়ে মঙ্গলবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কয়রা থানায় মামলাটি দায়ের করেন।

[৫] এদিকে ঘটনায় ক্লু উদ্ধারে জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়। তারা হলেন- জিয়া (২৭), সুলতানা (২৫), নাঈম (২২) ও কিবরাল (৩০)। থানা পুলিশ জানায়, প্রাথমিকভাবে দু’টি বিষয়কে সামনে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

[৬] কয়রা থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ শাহাদাৎ হোসেন বলেন, এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা হয়েছে। ঘটনার ক্লু উদ্ধারসহ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য জোর প্রচেষ্টা চলমান রয়েছে।

[৭] প্রসঙ্গত, খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়ন পরিষদের পাশের মৃত আব্দুল মাজেদ গাজীর পুকুর থেকে মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে বামিয়া গ্রামের মৃত আব্দুল মাজেদ গাজীর ছেলে হাবিবুল্লাহ গাজী (৩৩), তার স্ত্রী বিউটি খাতুন (২৫) ও একমাত্র কন্যা ও স্থানীয় বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী হাবিবা খাতুন টুনি (১৩) এর লাশ উদ্ধার করে পুলিশ।

[৮] তবে সর্বশেষ লাশের পরিচয় কিংবা ঘটনার কোনো কিনারা করতে পারেনি পুলিশ। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়