অপু রহমান: [২] নারায়ণগঞ্জের ৩ উপজেলার ১৬ ইউপির মধ্যে পাঁচটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা। ওই পাঁচ ইউপিতে তারা একক প্রার্থী। এছাড়া ৪টি সাধারণ সদস্য ও ১১টি সংরক্ষিত নারী সদস্য পদেও একক প্রার্থী থাকায় ওই পদগুলোতে ভোটগ্রহণ হচ্ছে না।
[৩] মঙ্গলবার (২৬ অক্টোবর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে জেলা নির্বাচন অফিস থেকে এই তথ্য জানা যায়। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আপীলের পর ১৬ ইউপিতে চেয়ারম্যান পদে বৈধ প্রার্থী ছিলেন ৬০ জন। শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ৯ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ৫ চেয়ারম্যান প্রার্থী।
[৪] অন্যদিকে আপীলের পর সাধারণ সদস্য পদে বৈধ প্রার্থী ছিলেন ৬০২ জন। শেষদিনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ৫৫ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ১১ জন। সংরক্ষিত নারী সদস্য পদে বৈধ প্রার্থী ছিলেন ১৬৫ জন। তাদের মধ্যে ১০ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪ জন সদস্য প্রার্থী নির্বাচিত হতে যাচ্ছেন।
[৫] সদর উপজেলার বক্তাবলী ও কুতুবপুরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যথাক্রমে এম শওকত আলী ও মনিরুল আলম সেন্টু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। গত ২১ অক্টোবর বাছাইয়ে বক্তাবলী ইউপি চেয়ারম্যান পদে জাতীয় পার্টির প্রার্থী আবুল হোসেনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
[৬] অন্যদিকে কুতুবপুরে প্রত্যাহারের শেষ দিনে তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে বক্তাবলীতে এম শওকত আলী ও কুতুবপুরে মনিরুল আলম সেন্টুই একক প্রার্থী। তারা দুজনই বর্তমান পরিষদের চেয়ারম্যান।
[৭] শওকত আলী ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গতবারও তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন এবং মনিরুল আলম সেন্টু ফতুল্লা থানা বিএনপির সাবেক সহসভাপতি। বিএনপি থেকে বহিষ্কার হয়ে আওয়ামী লীগের মনোনয়ন বাগিয়ে নেন সেন্টু। গতবার আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
[৮] এদিকে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল, ভুলতা ও মুড়াপাড়া ইউপিতেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন যথাক্রমে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কামরুল হাসান ভূঁইয়া (তুহিন), আরিফুল হক ভূঁইয়া ও তোফায়েল আহমেদ আলমাছ।
[৯] গত ১৭ অক্টোবর মনোনয়পত্র জমা দেওয়ার শেষ দিনে গোলাকান্দাইল ও ভুলতায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিপরীতে আর কেউই মনোনয়নপত্র জমা দেননি। অন্যদিকে মুড়াপাড়ায় স্বতন্ত্র প্রার্থী মো. মনির হোসেন তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে তোফায়েল আহমেদ আলমাছ আবারও এই ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।
[১০] দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর। এই দিন নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর, গোগনগর, আলীরটেক, এনায়েতনগর; বন্দর উপজেলার বন্দর, কলাগাছিয়া, ধামগড়, মুছাপুড়, মদনপুর এবং রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ও ভোলাব ইউপিতে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ১১ ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন ৪৬ জন।
[১১] অন্যদিকে সাধারণ সদস্য পদে ৫৩৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় করবেন। আগামী ২৭ অক্টোবর তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের পর তারা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন।