শিরোনাম
◈ বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে আহ্বান, না মানলে কঠোর ব্যবস্থা: বিএনপি ◈ শেষ দিনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আবেদনের হিড়িক ◈ গ্যাস সরবরাহ নিয়ে গ্রাহকদের জন্য বড় দুঃসংবাদ ◈ জাতীয় নির্বাচন ও গণভোট: ভোটগ্রহণে ব্যালট বাক্স হারালে বা ছিনিয়ে নিলে কী করা হবে জানাল ইসি ◈ শেষ ওভারের নাটকীয়তায় চট্টগ্রামের জয় ◈ বি‌সি‌বি প‌রিচাল‌কের স্ট‌্যাটাস, তামিম ইকবাল ভার‌তের দালাল ◈ হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে আবেদন মুন্সীর ◈ তারেক রহমানের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ ◈ ভেনেজুয়েলার পর এবার মেক্সিকোতে স্থল হামলার ঘোষণা ট্রাম্পের ◈ গ্রিনল্যান্ডে পা দিলে ‘আগে গুলি, পরে প্রশ্ন’, ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি ডেনমার্কের

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২১, ০৮:০২ রাত
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ১২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সহিংসতায় ইন্ধনদাতাদের নাম শিগগির প্রকাশ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আনিস তপন: [২] মঙ্গলবার (২৬ অক্টোবর) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ কথা বলেন।

[৩] তিনি বলেন, কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখাকে কেন্দ্র করে সহিংসতায় এখন পর্যন্ত ১০টি মামলা হয়েছে। রংপুর, নোয়াখালীর ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ১৬৪ ধারায় জবানবন্দিতে ইন্ধনদাতাদের নাম জানিয়েছেন। শতভাগ নিশ্চিত তাদের দেয়া নামগুলো প্রকাশ করবো।

[৪] জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখতেন। তিনি বলে গেছেন এ দেশ সবার, এ দেশে ধর্ম নিয়ে বৈষম্য হবে না। এ দেশ হবে ধর্ম নিরপেক্ষ। সরকার সে আদর্শই ধারণ করে চলেছে। এখানে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টান সবাই যার যার ধর্ম পালন করে আসছেন।

[৫] সম্প্রতি পূজামণ্ডপে কিছু সহিংসতা হয়েছে। এ সহিংসতা সুপরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে একটি মহল চেষ্টা করছে।

[৬] হলি আর্টিজান ঘটনার পর শহরের প্রতিটি বাড়ির মালিক/ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ ও গাড়ির কালো গ্লাস অপসারণ কার্যক্রম শুরু হয়েছিল। যা বর্তমানে স্থবির হয়োয় ফলে সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে কতটুকু হুমকি বলে মনে করছেন এই প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেটা বন্ধ হয়ে যায়নি তবে ভাটা পড়েছে। নিয়মিত কার্যক্রমের পাশাপাশি অন্যান্য আরো কিছু কাজ আইনশৃঙ্খলা বাহিনীর সামনে চলে আসায় এই কার্যক্রমটি একটু স্লো হয়েছে। আগে এই কার্যক্রম থেকে অনেক সুফল পাওয়া গেছে। জঙ্গি ও সন্ত্রাস দমনে এই ডাটা ধরে অপরাধীদের শনাক্ত ও আটক করা সম্ভব হয়েছে। তাই দেশের নিরাপত্তার স্বার্থে ও অপরাধীদের চিহ্নিত করতে জেলা ও উপজেলা শহরের প্রতিটি বাড়ির মালিক ও ভাড়াটিয়ার তথ্য আবার স্থানীয় থানায় দেওয়ার কার্যক্রম জোরদার করতে পুলিশকে নির্দেশ দেয়া হবে।

[৭] গাড়ির কালো অপসারণ প্রসঙ্গে তিনি বলেন, সেসময় অগ্নিসন্ত্রাস, জঙ্গি সন্ত্রাস ও ডাকাতি রোধে গাড়ির কালো গ্লাস সরিয়ে দিতে নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু অনেক গাড়ির গ্লাস কোম্পানি থেকেই ফিটিং হয়ে আসছে। তবে আবার চিন্তা করছি এ বিষয়টি ঠিক করতে। মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়