রুবেল মজুমদার : [২] মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার চান্দলা ইউনিউনে এই ঘটনা ঘটে।
[৩] স্থানীয় সূত্রে জানা যায়, খুন হওয়া বৃদ্ধা চান্দলা ইউনিউনের মৃত আবদুর রশিদ মিয়ার স্ত্রী জবা বেগম (৭৫)। তিনি ৫ ছেলে ও তিন মেয়ের জননী। চার ছেলে দেশের বাইরে থাকেন ও এক ছেলে চট্টগ্রামের পরিবার নিয়ে থাকেন। আর চার মেয়ে তাদের শ্বশুর বাড়িতে থাকেন। জবা বেগম বাড়িতে একাই থাকতেন। মঙ্গলবার রাতে অজ্ঞাত কেউ তার ঘরে ঢুকে তাকে গলা কেটে হত্যা করেন। সকালে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসে নাঙ্গলকোট থানা পুলিশ।
[৪] নাঙ্গলকোট থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলে, আমরা ঘটনাস্থলে আছি। আমাদের ধারণা কেউ চুরি করার উদ্দ্যেশ্যে জোর করে ঘরে ঢুকেন। পরে আলমারীর চাবি নিয়ে ধস্থাধস্তি করার এক পর্যায়ে জবা বেগমকে ছুরি দিয়ে গলায় আঘাত করলে তিনি মারা যান। তার গলায় একাধিক আঘাতের চিহ্ন আছে। তদন্ত করলে আরও বিস্তারিত জানানো যাবে। সম্পাদনা: জেরিন আহমেদ