রাকিবুল আবির: [২] সুদানে আবারো সামরিক অভ্যুত্থান। ইতিমধ্যে ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী। দেশটির সার্বভৌম পরিষদের প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান সারাদেশে জরুরি অবস্থা জারি করেছেন। তবে জরুরি অবস্থা না মেনেই দেশটির নাগরিকরা রাজধানী খার্তুমসহ বিভিন্ন শহরে সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলিও চালিয়েছে সেনাবাহিনী। এঘটনায় অন্তত ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৮০ জন। আলজাজিরা
[৩] সামরিক অভ্যুত্থানের এই প্রতিবাদে অংশ নিয়েছেন নারীরাও।
[৪] গত সোমবার সকালে সুদানের সেনাবাহিনী দেশটির প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদককে গৃহবন্দিসহ বিভিন্ন মন্ত্রী ও সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের গ্রেফতার করে। এর পরপরই জরুরি অবস্থার ঘোষণা দেন জেনারেল আল বুরহান।