রাহুল রাজ : [২] এক দল সরাসরি বিশ্বকাপে নাম লিখিয়েছে। আরেক দল অনেক পথ পাড়ি দিয়ে এসেছে। তবে সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করা দলকে সেসব কঠিন পথও পাড়ি দিতে হয়েছে একসময়। নিজেদের সাফল্যধারা অব্যহত রাখায় তারা এখন টি-টোয়েন্টির অন্যতম পরাশক্তি, র্যাকিংয়েও শক্তিশালী।
[৩]বলা হচ্ছে আফগানিস্তান ও স্কটল্যান্ডের কথা। আফগানিস্তান বিশ্বকাপের এক আসর আগেও বাছাই বা প্রথম পর্বে খেলেছে। কিন্তু র্যাংকিংয়ে সেরা আটে থাকায় তারা এবার সুপার টুয়েলভে সরাসরি খেলছে। স্কটল্যান্ড শুরুতে নিজেদের জোনে বাছাই পর্ব পেরিয়েছে। এরপর আইসিসি বাছাইপর্ব শেষে বিশ্বকাপের প্রথম পর্বে নাম লিখায়। প্রথম পর্বে বাংলাদেশকে হারানোর পর পাপুয়া নিউ গিনি ও ওমানকে উড়িয়ে তারা এখন সুপার টুয়েলভে।
[৪]সুপার টুয়েলভে প্রথম লড়াইয়ে সোমবার আফগানিস্তানের মুখোমুখি হয়েছে স্কটল্যান্ড। শারজাহতে আফগানিস্তান আগে ব্যাটিং করে বড় পুঁজি পেয়েছে। টস জিতে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে আফগানিস্তানের সংগ্রহ ১৯০ রান। বিশ্বকাপে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে স্কটল্যান্ডকে করতে হবে ১৯১ রান।