শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২১, ০৭:২৫ বিকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২১, ১২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লিটন আর সৌম্যকে এক শ্রেণির মানুষ বেশি সমালোচনা করে তাদের ধর্মীয় পরিচয়ের জন্য: আসিফ নজরুল

মিনহাজুল আবেদীন: [২] ধর্মীয় পরিচয়ের কারণে বাংলাদেশ জাতীয় দলের দুই ওপেনার সৌম্য সরকার ও লিটন ‍দাসকে নিয়ে দেশের একটি শ্রেণি বেশি সমালোচনা করেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। ডিবিসি টিভি

[৩] সোমবার (২৫ অক্টোবর) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

[৪] ড. আসিফ নজরুল লিখেন, ‘লিটন আর সৌম্যকে এক শ্রেণির মানুষ বেশি সমালোচনা করে তাদের ধর্মীয় পরিচয়ের জন্য। এমনকি মুশফিককেও একদল সুযোগ পাওয়া মাত্র সমালোচনা করে তার ধর্মপালনের নিষ্ঠার জন্য। এগুলো জঘন্য মানসিকতার প্রকাশ। ক্রিকেটারদের খেলোয়াড় হিসেবে সমালোচনা করা যায়, অন্য কোনো ভাবে না।’ দেশ বিদেশ

[৫] তিনি বলেন, ‘আর কে বেশি সুযোগ পাচ্ছেন এটি সম্পূর্ণভাবে ক্রিকেট বোর্ড এবং নির্বাচকদের দায় দায়িত্ব। যেমন- মোহাম্মদ মিঠুন নামক একজন নিম্নমানের ব্যাটসম্যানকে যখন দিনের পর দিন খেলানো হয়েছে তখন আমরা এদের দোষই দিয়েছি, মিঠুনের ধর্মীয় পরিচয়কে নয়। তাহলে লিটনরা বেশি সুযোগ পেয়েছে মনে হলে অন্যরকম করবো কেন?’ আমাদের সময়

[৬] পোস্টে ক্রিকেট বোর্ড আর নির্বাচকদের সমালোচনা করে ড. আসিফ নজরুল আরও লিখেন, ‘ফারুক আহমেদের পদত্যাগের পর নির্বাচকরা আর বোর্ড একের পর এক ভুল করেছে দল নির্বাচনে এবং আরো বহু ক্ষেত্রে। এদের ভাগ্য ভাল সাকিব নামে একজন অতিমানবীয় খেলোয়াড় আর তামিম, মুশফিক, মাশরাফি, মাহমুদুল্লাহর মতো পাওয়াফুল ক্রিকেটার একসাথে এসেছিল বাংলাদেশ দলে। যে গতিতে চলছে ক্রিকেট বোর্ডের কাজ আর পাপনের মুখ, এই খেলোয়াড়রা বিদায় নেয়ার পর ওমান আর পাপুয়া নিউগিনির মতো দলের কাছেও হারতে পারি আমরা।’

[৭] উল্লেখ্য, গতকাল রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আশা জাগিয়েও ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ। যেখানে দলের গুরুত্বপূর্ণ সময়ে সহজ দুটি ক্যাচ ছেড়ে দিয়ে দলকে পরাজয়ের দিকে ঠেলে দেন ওপেনার লিটন দাস। ফলে, দর্শকদের একটি অংশ অতি আবেগের বশে অনিচ্ছাকৃত ভুলের জন্য তার ধর্ম টেনে বাজে মন্তব্য করেছেন। কালের কণ্ঠ

[৮] এদিকে মূল পর্বের আগে বাজে ফর্মের কারণে বাদ পড়েন আরেক ওপেনার সৌম্য সরকার। দুজনেই ফর্মে না থাকায় মাত্রাতিক্ত সমালোচনার শিকার হয়েছেন। তবে ক্রিকেটিও ভুলের জন্য তাদের ধর্মকে টেনে বাজে মন্তব্য করায় অনেকেই সমালোচনাকারীদের পাল্টা জবাবও দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়