শিরোনাম
◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও)

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২১, ০৯:৩০ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২১, ১০:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামীকাল পরিবেশ সংরক্ষণের দাবিতে দেশের বিভিন্ন স্থানে জলবায়ু ধর্মঘট

মতিনুজ্জামান মিটু : [২] আন্তর্জাতিক জলবায়ু কর্ম দিবস-২০২১ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে রোববার দেশের বিভিন্ন স্থানে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পরিবেশ সংরক্ষণের নানা দাবিতে জলবায়ু ধর্মঘট পালন করা হবে।

[৩] বাংলাদেশ উপকূলের কক্সবাজার, কুয়াকাটা, তালতলী, মোংলা, ভালুকা এবং রাজধানী ঢাকার শাহবাগসহ দেশের অন্যান্য স্থানে গুরুত্বপুর্ণ বিভিন্ন দাবীতে পরিবেশকর্মী ও শিক্ষার্থীরা নাগরিক সমাবেশ ও মানব বন্ধনসহ নানা প্রতিবাদ কর্মসূচীর মাধ্যমে এই জলবায়ু ধর্মঘট পালন করবেন।

[৪] দেশের সব নদী ও জলাশয় রক্ষার দাবিতে ঢাকার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সকাল ১১ টায় অনুষ্ঠিতব্য নাগরিক সমাবেশে আন্তর্জাতিক জলবায়ু কর্ম দিবস-২০২১ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচীগুলোর উদ্বোধন করবেন জাতীয় নদী জোটের আহবায়ক শারমীন মুরশিদ।

[৫] দখল ও দূষণের হাত থেকে কক্সবাজার রক্ষার দাবীতে কক্সবাজারের দরিয়া নগর মেরিন ড্রাইভ ও বীচে একই সময়ে নাগরিক সমাবেশে উপস্থিত থেকে আন্তর্জাতিক জলবায়ু কর্ম দিবস-২০২১ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচীগুলো থেকে উত্থাপিত দাবী তুলে ধরবেন বাপা সাধারণ সম্পাদক শরীফ জামিল।

[৬] দিবসটি উদযাপন উপলক্ষ্যে একই দিনে একই সময়ে টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য ও পায়রা-বিষখালী-বলেশ্বর মোহনা রক্ষার দাবিতে বরগুনার তালতলিতে অবস্থিত শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে, আন্ধারমানিক ইলিশ অভয়ারণ্য রক্ষার দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত কুয়াকাটা সমুদ্র সৈকতে, শিল্প-দূষণের হাত থেকে সুন্দরবন রক্ষার দাবিতে বাগেরহাটের মোংলা অঞ্চলের সুন্দরবনে এবং ভালুকা শাখার হালিমুন্নেছা চৌধুরানী উচ্চ বালিকা বিদ্যালয় সংলগ্ন খীরু নদীর পাড়ে মানববন্ধন, চিত্রাঙ্কন, প্ল্যাকার্ড প্রদর্শনীসহ অন্যান্য কর্মসূচি পালন করা হবে।

[৭] পরিবেশ রক্ষায় সম্পৃক্ত দেশের বিশিষ্টজন, বাপার সঙ্গে সম্পৃক্ত ও সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞরা, যুব ও যুব-মহিলা এবং মিডিয়া প্রতিনিধিরা উপস্থিত থেকে এ আয়োজনে গুরুত্বপূর্ণ অভিমত প্রকাশ করবেন। কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় নিয়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে উক্ত কর্মসূচীগুলো পালিত হবে। সম্পাদনা : ভিকটর রোজারিও

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়