শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২১, ০৭:৫১ বিকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২১, ০৭:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাইকগাছায় ডাকাতদলের মাস্টারমাইন্ড সাইদুল গ্ৰেপ্তার

শেখ সেকেন্দার: [২] অবশেষে পাইকগাছায় রাড়ুলীর ডাকাতির ঘটনার মাস্টারমাইন্ড সাইদুলসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাত্র ২৪ বছর বয়সে ডাকাতির মাস্টারমাইন্ড হয় সাইদুল। সে একই গোপালপুর গ্রামের মিজান গাজীর পুত্র। শনিবার ভোররাতে গদাইপুর ইউনিয়নের পিচের মাথার রাস্থার উপর থেকে তাকে আটক করা হয়।

[৩] মামলার তদন্তকরী কর্মকর্তা উপ-পুলিশ পরির্শক তাকবির হোসেন জানান, গত ১৩ অক্টোবর বুধবার রাতে উপজেলা রাড়ুলী গ্রামের আবুল হোসেন শেখের বাড়িতে রাত ১ টার দিকে বাড়ির লোক জনকে বেঁধে দেশীয় অস্ত্রের মুখে ডাকাতি করে। বাড়ির আলমারী ভেঙ্গে রক্ষিত নগদ ৫৫ হাজার টাকা, স্বর্ণালংকর, ও মোবাইসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে চলে যায়।

[৪] এ ঘটনায় বাড়ির মালিক শেখ আবুল হোসেন বাদি হয়ে পাইকগাছা থানায় ৬ জনের নাম উল্লেখ করে ডাকাতি মামলা করে। সহকরী পুলিশ সুপার (ডি সার্কেল) মো. সাইফুল ইসলাম, ও থানার ওসি মো. জিয়াউর রহমান বিষয়টি তদন্ত কালে উন্নত প্রযুক্তি ব্যাবহার করে এজার নামীয় ৫ আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পঠায়। তারা ১৬৪ ধারায় জবানবন্ধিতে ডাকাতির কথা ও মুল পরিকল্পনা ও মাস্টারমাইন্ড সাইদুলের কথা স্বীকার করে।

[৫] শনিবার ভোর সাড়ে চারটার দিকে মিজানকে গ্রেপ্তার করা হয়। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউর রহমান বলেন, মিজান আন্ত জেলা ডাকত দলের সদস্য। সে ডাকাতির সাথে জড়িত ও পরিকল্পনার কথা স্বীকার করেছে। পিসিআর দেখাগেছে পাইকগাছা থানাসহ জেলার বিভিন্ন থানায় ১০ টির অধিক অস্ত্র, চুরি, ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। গ্রেপ্তার ওই সাইদুল পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। ​সে ১৬৪ ধারা জবানবন্ধিতে ডাকাতির ঘটনা স্বীকার করেছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়