ফাহমিদুল কবীর: [২] করোনা মহামারির প্রকোপ শিথিল হতেই দীর্ঘ ১ বছর ৮ মাস পর পূর্ণ সক্ষমতায় জুম্মার নামায অনুষ্ঠিত হয় মসজিদ দুটিতে। এতদিন ধরে করোনা সংক্রমণ ঠেকাতে নামায আদায়ে সামাজিক দূরত্ব মানার কঠোর নির্দেশনা ছিলো মসজিদে। আরব নিউজ
[৩] ১৬ অক্টোবর সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ঘোষণায় দেশজুড়ে সকল মসজিদে সামাজিক দূরত্বের নিদের্শনা তুলে নেয়। এর আগে ধারণ ক্ষমতার মাত্র ৩০ শতাংশ মুসুল্লি একসঙ্গে নামায আদায় করতে পারতেন।
[৪] পূর্ণ সক্ষমতায় ফিরে গেলেও বাধ্যতামূলক মাস্ক পড়ার আদেশ বহাল রেখেছে কর্তৃপক্ষ।
[৫] আব্দুল্লাহ মাহদী নামের একজন বেসরকারী চাকুরিজীবী বলেন, কাবা ঘরের চারদিকে ইবাদতরত প্রাণচঞ্চল মুসুল্লিদের আবার এভাবে দেখতে পাওয়াটা খুবই স্বস্তির। সৃষ্টিকর্তার রহমতেই এটি সম্ভব হয়েছে বলেও জানিয়েছেন তিনি।