শিরোনাম
◈ জামায়াতকে ‘বন্ধু’ হিসেবে চায় যুক্তরাষ্ট্র, ক্ষমতায় গেলে নজরদারির হুঁশিয়ারি মার্কিন কূটনীতিকের ◈ রাঙামাটির সঙ্গে সারা দেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ ট্রাম্পের নেতৃত্বে শান্তি পর্ষদ, স্বাক্ষর করলেন ২০ দেশের নেতা ◈ এক বৈঠকেই ১১ অধ্যাদেশ অনুমোদন: আইন, শিক্ষা ও অর্থনীতিতে বড় সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের ◈ তাদের প্রটোকল দরকার হলে তিন ডাবল করে দেন: তারেক রহমান (ভিডিও) ◈ নির্বাচন সামনে রেখে মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শনে সেনাপ্রধান ◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও)

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২১, ০২:৫৭ দুপুর
আপডেট : ২১ অক্টোবর, ২০২১, ০২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্যাংক ও মানি এক্সচেঞ্জ ঘিরে ভুয়া গোয়েন্দা পুলিশের ফাঁদ

মাসুদ আলম : [২] ব্যাংক ও মানি এক্সচেঞ্জ ঘিরে অবস্থান নেয় একদল। গ্রাহক সেজে টাকা উত্তোলনকারীর খবর যোগাড় করে আরেকটি একদল। এই খবর পেয়ে বাইরে ওৎ পেতে থাকে গোয়েন্দা পুলিশের পোশাক পরা আরেকটি দল। টাকা উত্তোলনকারী বের হলে, জিজ্ঞাসাবাদের নামে তাকে আকস্মিকভাবে গাড়িতে তুলে ফেলা হয়। নির্জন স্থানে পৌঁছে মারধর করে ছিনিয়ে নেয় টাকা। নকল পুলিশের এই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] ব্যাংক থেকে টাকা তুলে বের হচ্ছেন অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তা। এই খবর বাইরে অবস্থান করা সহযোগীদের জানিয়ে বের হয়ে যায় চক্রের এক সদস্য। রিক্সায় ওঠার সময়, গোয়েন্দা পুলিশ পরিচয়ে জিজ্ঞাসাবাদের নামে টাকা উত্তোলনকারীকে গাড়িতে তুলে ছিনিয়ে নেয় পাঁচ লাখ টাকা।

[৪] রাজধানীতে গোয়েন্দা পুলিশসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রায়ই ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে। ডেমরা থেকে তিন ভুয়া গোয়েন্দাকে গ্রেপ্তারের পর কর্মকর্তারা বলছেন, তারা মূলত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। ঢাকা ও এর আশেপাশে ডাকাতি করে আত্মগোপনে চলে যায় বিভিন্ন জেলায়।

[৫] ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা বিভাগ (দক্ষিণ) যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, 'যারা ব্যাংক থেকে টাকা তুলে বা মানি এক্সচেঞ্জ থেকে টাকা তুলে বা বিদেশি মুদ্রা নিয়ে যায় তাদের খবর সংগ্রহ করে প্রথমে ডিবি বা পুলিশ পরিচয়ে তাদেরকে গাড়িতে ওঠায় তারপর তাদের সব টাকা পয়সা তারা নিয়ে নেয়। তারপর তাদেরকে কোন এক জায়গায় ফেলে রেখে যায়।'

[৬] গ্রেপ্তার তিন আসামির কাছ থেকে উদ্ধার করা হয়েছে গোয়েন্দা পুলিশের পোশাক, হ্যান্ডকাফ ও ওয়াকিটকি। তাহলে আসল ও নকল গোয়েন্দা চেনার উপায় কি? মাহবুব আলম আরও জানান,'তাদের কাছে অস্ত্র অনেক ক্ষেত্রে থাকে না। থাকলেও একটা দুইটা অস্ত্র থাকে।' ভুয়া পুলিশ সদস্যদের দৌরাত্ম্য ঠেকাতে রোজধানীজুড়ে চলছে বিশেষ অভিযান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়