প্রভাষ আমিন: পুলিশের উদ্ধার করা সিসিটিভি ফুটেজে কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার মূল অপরাধীকে চিহ্নিত করা গেছে। তার নাম ইকবাল হোসেন। নাম শুনে মনে হতে পারে সে মুসলমান। হয়তো কোনো মুসলমান পরিবারেই তার জন্ম। কিন্তু একজন মুসলমান কোনোভাবেই পবিত্র কোরআন অবমাননা করতে পারে না। সে মুসলমান নয়, স্রেফ দুর্বৃত্ত। অবমাননাকারীর নাম ইকবাল হোসেন হলেও এর দায় ধর্মপ্রাণ মুসলমানদের নয়। কিন্তু অপরাধটা কে করেছে, না জেনেই যেভাবে ধর্মের নামে অধর্ম করা হলে, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসক দুর্গাপূজা মাটি করে দেয়া হলো, দেশের বিভিন্ন মন্দিরে হামলা চালানো হলো, বাড়িঘরে হামলা চালানো হলো, লুটপাট-অগ্নিসংযোগ করা হলো; তার দায় কে নেবে?